আলিম পরীক্ষা ২০২০ এর একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং টেবুলেশন শীট আঞ্চলিক কাযালয় থেকে বিতরণের বিজ্ঞপ্তি।
এতদ্বারা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধনি সংশ্লিষ্ট মাদ্রাসা প্রধানগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২০ সালের আলিম পরীক্ষার টেবুলেশন সীট/একাডেমিক ট্রান্সক্রিপ্ট বোর্ডের ০৮ (আট) টি অঞ্চলের কার্যালয় থেকে আগামী ২১-০৩-২০২১ তারিখ হতে বিতরণ কার হবে। ঢাকা বিভাগের মাদ্রাসাসমূহের টেবুলেশন সীট/একাডেমিক ট্রান্সক্রিপ্ট বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড থেকে বিতরণ করা হবে। স্ব-স্ব মাদ্রাসা প্রধান ( মাদ্রাসা প্যাডে) আবেদন করতে হবে। আবেদন অবশ্যই কমিটির সভাপতির প্রতি স্বাক্ষর থাকতে হবে। বিশেষ কারণে একই শিক্ষা প্রতিষ্ঠানের কোন শিক্ষককে টেবুলেশন সীট/একাডেমিক ট্রান্সক্রপ্টি গ্রহণের দায়িত্ব দেয়া হলে মাদ্রাসা প্রধান কর্তৃক প্রাধিকার পত্র দিতে হবে এবং সংশ্লিষ্ট শিক্ষকের স্বাক্ষর সত্যায়িন করতে হবে।
উল্লেখ্য, কোন মাদ্রাসা গর্ভনিং বডি/ম্যানেজিং কমিটি না থাকলে বা এ সংক্রান্ত কোন মামলা /মোকদ্দমা থাকলে াাবেদন পত্র সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার/জেলা প্রমাসক কর্তৃক সুপারিশকৃত হতে হবে।
উল্লেখিত বিধি ধিান অনুসরণ পূর্বক সকল মাদ্রাসা অধ্যক্ষকে টেবুলেশন সীট/ একাডেমিক ট্রান্সক্রিপ্ট গ্রহণের অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তি দেখুন এবং pdf ডাউনলোড করুন