আলিম পরীক্ষা 2022 চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ
কোভিড -১৯ করোনা ভাইরাসের কবলে গত ১ বছরের বেশি সময় ধরে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে। এ পরিস্থিতিতে ২০২২ খ্রিষ্টাব্দের আলিম পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে। ৩০ জুন ২০২২ খ্রিষ্টাব্দের আলিম পরীক্ষা 2022 চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ অর্থাৎ আলিম পরীক্ষার্থীদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।
করোনা ভাইরাসের সংক্রমণ রোধেকল্পে আগামীকাল ১ জুলাই থেকে শুরু হচ্ছে কঠোর লকডাউন। এর পরও এমন এই পরিস্থিতিতে আজ বুধবার (৩০ জুন) মাধ্যমিক শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। কিন্তু বিষয়টি মাদারাসা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা আলিম পরীক্ষা 2022 চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে। অ্যাসাইনমেন্ট নির্দেশনায় অধিদপ্তর জানিয়েছে, ২০২২ খ্রিষ্টাব্দের আলিম পরীক্ষার্থীদের জন্য তৈরি করা সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী এসব অ্যাসাইনমেন্ট প্রস্তুত করা হয়েছে। প্রথম পর্যায়ে বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান, পৌরনীতি, অর্থনীতি ও যুক্তিবিদ্যা এ ৭ বিষয়ের অ্যাসাইনমেন্ট দেয়া হবে। এ ৭ বিষয়ের মূল্যায়ন রুবিক্সসহ ও সপ্তাহ ভিত্তিক অ্যাসাইনমেন্ট গ্রিডের সফট কপি ও হার্ড কপি তৈরি করা হয়েছে। এ অনুযায়ী অ্যাসাইনমেন্ট কার্যক্রম পরিচালনার জন্য সব মাদরাসার অধ্যক্ষ ও সুপারদের এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকতাদের বলা হয়েছে। পূর্বের ধারাবাহিকতায় মোতাবেক জানা গেছে, ইতোমধ্যে ২০২২ খ্রিষ্টাব্দের আলিম পরীক্ষার্থীদের জন্য কিছুদিন আগে সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ১৮০ দিন ক্লাস করিয়ে শিক্ষার্থীদের আলিম পরীক্ষা নেয়া হবে।
এদিকে আলিম পরীক্ষার্থীদের জন্য চতুর্থ সপ্তাহের জন্য বাংলা ১ম পত্র, পদার্থবিজ্ঞান ১ম পত্র, পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতি ১ম পত্র বিষয়ের অ্যাসাইনমেন্ট প্রকাশ কররেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
নীলপাতা ডটকমের পাঠকদের জন্য ২০২২ খ্রিষ্টাব্দের আলিম পরীক্ষার্থীদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট সম্পকে বিস্তারিত আলোচনা তুলে ধরলাম । শিক্ষার সব খবর সবার আগে জানতে চাুকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে জানতে সাথেই থাকুন।