ইউনিক আইডির তথ্য ছক পূরণ নির্দেশিকা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরাে (ব্যানবেইস) এস্টাবলিশমেন্ট অব ইন্টিগ্রেটেড এডুকেশনাল ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (IEIMS) প্রকল্প মকাণ CRvs ব্যবস্থার আলােকে শিক্ষার্থীদের Unique Identification Number (UID) প্রদান সংক্রান্ত । শিক্ষার্থী তথ্যছক (অনলাইন সফটওয়্যার এ) পুরনের নির্দেশিকা http://www.banbeis.gov.bd/
১. ডেটা এন্ট্রি করার জন্য পূর্বপ্রস্ততি: সঠিকভাবে ডেটা এন্ট্রি করার জন্য প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানকে নিম্নলিখিত নির্দেশাবলী গুলাে মেনে চলার জন্য অনুরােধ করা হলঃ হাতে পূরণকৃত শিক্ষার্থী তথ্যছক গুলাে নিয়ে প্রত্যেক ক্লাসের জন্য একটি করে বান্ডেল তৈরি করুন এবং ফর্ম গুলােতে সিরিয়াল নাম্বার দিন। v আপনার কম্পিউটার এ প্রতিষ্ঠানের EIIN দিয়ে একটি ফোল্ডার তৈরি করুন। V EIIN ফোল্ডার এর ভিতরে প্রতিটি ক্লাসের জন্য পৃথক পৃথক ফোল্ডার তৈরি করুন। v যে কোন একটি ক্লাসের বান্ডেল নিন ও ফর্মে সংযুক্ত ছবি স্ক্যান করে ফর্মে উল্লেখিত সিরিয়াল নাম্বার অনুযায়ী ছবির নাম দিন।
যেমনঃ ৬.১, ৬.২, ৬.৩, ৭.১, ৭.২, ৮.১, ৮.২, ৯.১, ৯.২, ১০.১, ১০.২ ইত্যাদি। স্ক্যান করা ছবিটি ক্লাস ফোল্ডার এর ভিতর সংরক্ষণ করুন। ডেটা এন্ট্রি করার সময় ফর্মের সিরিয়াল নাম্বার অনুযায়ী ছবি সিলেক্ট করুন এবং আপলােড করা ছবির সাথে হাতে পূরণকৃত ফর্মের ছবি দেখে মিলিয়ে নিন।
ইউনিক আইডির তথ্য ছক পূরণ নির্দেশিকা
২. আপনার কম্পিউটারে একটি ব্রাউজার (Ex. Google Chrome, Mozilla FireFox, Microsoft Edge) ওপেনকরুন।
৩. ব্রাউজারে www.banbeis.gov.bd সাইট ওপেন করুন।
৪. নিম্নের ছবির নির্দেশনা অনুযায়ী মেনুবার থেকে [IEIMs] লিংকে ক্লিক করুন। ৫. উল্লেখিত লিংকে ক্লিক করার পর Screen এ লগইন পেইজ চলে আসবে৷ লগইন পেইজ এ প্রদর্শিত EIIN ও পাসওয়ার্ড ইনপুট বক্সে যথাক্রমে আপনার প্রতিষ্ঠানের EIIN ও সরবরাহকৃত পাসওয়ার্ড প্রদান করুন এবং লগইন বাটনে ক্লিক করুন।
৬. এই সিস্টেমে Admin ও User দুই ধরনের ব্যবহারকারী রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডমিন অর্থাৎ প্রতিষ্ঠান প্রধান একটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিপরীতে সর্বোচ্চ পাঁচ জনের জন্য ইউজার তৈরি করতে পারবেন। ইউজার হিসেবে নির্ধারিত শিক্ষকগণ ইমেল এবং পাসওয়ার্ড ব্যবহার করে সফটওয়্যার এ লগইন করতে পারবেন। ড্যাশবাের্ড থেকে User >> User List মেনু লিংক এ ক্লিক করার পর ওপেন হওয়া পেইজ থেকে নতুন ইউজার Add করা যাবে।
৭. লগইন করার পর ব্যবহারকারীরা, ইউজারের ধরণ অনুযায়ী মডিউল/মেনু লিংক পাবে। সফলভাবে লগইন করার পর নিচের পেইজটি ওপেন হবে। আপনি সঠিকভাবে আপনার প্রতিষ্ঠানে লগইন করেছেন কিনা তা নিশ্চিত হওয়ার জন্য, নিম্নে প্রদর্শিত ছবির মতাে উপরের ডান কোনায় প্রদর্শিত প্রতিষ্ঠানের নামের সাথে আপনার প্রতিষ্ঠানের নাম মিলিয়ে নিন। শিক্ষার্থী তথ্য ছক পূরণের নির্দেশিকা Student Enrollment Form (Students >>
৮. শিক্ষার্থী তথ্য ছক বের করার জন্য নিচের ছবির নির্দেশনা অনুযায়ী Student Enrollment Form) বাটন এ ক্লিক করুন। শিক্ষার্থীর পূরণকৃত তথ্য দেখতে এখানে ক্লিক করুন।
ইউনিক আইডির তথ্য ছক পূরণ নির্দেশিকা
শিক্ষার্থী তথ্য ছক পূরণের নির্দেশিকাঃ
১০. ছবি আপলােড সংক্রান্ত নিয়মাবলীঃ উপরে প্রদর্শিত আপলােড/Choose image বাটনে ক্লিক করার পর, আপনার কম্পিউটার থেকে পূর্বে সংরক্ষিত শিক্ষার্থীর ক্লাস অনুযায়ী ফোল্ডার ওপেন করে ফর্মে উল্লেখিত সিরিয়াল নাম্বার অনুযায়ী ছবি সিলেক্ট করুন।
আপনি এই টুল ব্যবহার করে ছবি জুম-ইন, জুম-আউট করতে পারবেন। এখানে আপনি ছবি ড্রাগ এন্ড ড্রপ করার মাধ্যমে ছবির পজিশন নির্বাচন করতে পারবেন। ছবির পজিশন ফাইনাল হলে, এই (Crop) বাটনে ক্লিক করুন। এখানে ক্লিক করুন।
নির্দেশনাবলী:
আপনার একটি সাম্প্রতিক ছবি আপলােড করুন। রঙিন ছবি আপলােড করুন। ব্ল্যাক অ্যান্ড হােয়াইট, মনােক্রোম, প্রােস্কেল, মুখের খুব কাছাকাছি বা খুব বেশি দূরত্ব, ঝাপসা, অন্ধকার, অস্পষ্ট ছবি গ্রহণ করা হবে না। v স্বাচ্ছন্দ্য ভাবে সরাসরি ক্যামেরার দিকে তাকানাে ছবি আপলােড করুন। V JPG, PNG ছবি নির্বাচন করুন। v সরবরাহিত টুল ব্যবহার করে ছবি জুম-ইন, জুম-আউট করতে পারবেন। v সরবরাহিত টুল ব্যবহার করে, আপনি ছবি ড্রাগ এন্ড ড্রপ করার মাধ্যমে আপনার পছন্দ মতাে ছবির পজিশন নির্বাচন
করতে পারবেন। • ছবির পজিশন ফাইনাল হলে, CROP বাটনে ক্লিক করুন। সয়ংক্রিয়ভাবে ছবি ৩০০X৩০০ পিক্সেলে CROP হবে। http://www.banbeis.gov.bd/
ইউনিক আইডির পূণাঙ্গ নির্দেশিকা জানতে ডাউনলোড পিডিএফ