এইচ.এস.সি ২০২১ হিসাববিজ্ঞান ২য়পত্র ৩য় সপ্তাহ এ্যাসাইনমেন্ট উত্তরপত্র
প্রিয় এইচ.এস.সি পরীক্ষার্থী বৃন্দ ২০২১ সালের পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্য প্রনীত এ্যাসাইনমেন্ট ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র -ছাত্রীরা। এইচ.এস.সি ৩য় সপ্তাহের নির্ধারিত হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের উত্তর প্রণয়নে কিছুটা প্রস্তুত করছি । চলন এইচ.এস.সি ২০২১ সালের তৃতীয় সপ্তাহের জন্য নির্ধারিত হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অ্যাসাইনমেন্ট এর পূর্ণাঙ্গ উত্তর নিম্নে দেয়া হলো। এখান থেকে সকল বিভাগের শিক্ষার্থীদের জন্য বিষয় ভিত্তিক অ্যাসাইনমেন্ট প্রণয়ন করা হয়ে । আপনাদের চাহিদা অনুসারে এ্যাসাইনমেন্টর এর উত্তর পেতে আমাদের কমেন্ট বক্সে লিখে জানান তারপর পেয়ে যাবেন আপনার চাহিদাকৃত উত্তর পত্রটি এইচ.এস.সি ২০২১ হিসাববিজ্ঞান ২য়পত্র ৩য় সপ্তাহ এ্যাসাইনমেন্ট উত্তরপত্র;
উত্তরঃ
(ক) চুক্তির অবর্তমানে অংশীদারি ব্যবসায়ের অমিমাংসিত বিষয়সমূহের নিস্পত্তিরকরণ
-
১. ব্যবসায় পরিচালনায় এবং ব্যবস্থাপনায় অংশীদারের সমান অধিকার থাকবে।
- ২. ব্যবসায়ের অর্জিত মুনাফা অংশীদারদের মধ্যে সমানভাবে বণ্টন করতে হবে।
- ৩. কোনাে অংশীদার কর্তৃক প্রদত্ত ঋণের উপর ৬% হারে সুদ ধার্য করতে হবে।
- ৪. অংশীদারের মূলধন ও উত্তোলনের উপর সুদ ধার্য করা যাবে না।
- ৫. সক্রিয় অংশীদারের পরিশ্রমের ওপর কোনাে ধরনের পারিশ্রমিক , বেতন বা কমিশন দেওয়া যাবে না।
- ৬. অংশীদারগণের সমহারে মূলধন সরবরাহ করতে হবে।
- ৭. সব অংশীদার ব্যবসায় থেকে সমপরিমান অর্থ উত্তোলনের অধিকারী।
- ৮. ব্যবসায় পরিচালনা বা ব্যবস্থাপনায় মতানৈক্য দেখা দিলে সংখ্যাগরিষ্ট সদস্যের সিদ্ধান্ত অনুসারে মিমাংসা করতে হবে। অংশীদারদের সর্বসমত সিদ্ধান্ত ব্যাতিরেকে কোন নতুন সদস্য নেওয়া যাবে না বা কোন অংশীদারকে বহিস্কার করা যাবে না। ১০.কোন অংশীদার ব্যবসায়ের স্বার্থে কোন অর্ত ব্যয় করলে বা ক্ষতিগ্রস্ত হলে ব্যবসায় থেকে তাকে ঐ অর্থ দিতে হবে।
- ১১. ব্যবসায়ের সকল দায় দেনার জন্য অংশীদারগণ যৌথভাবে এবং ক্ষেত্রভেদে এককভাবে দাযী থাকবে।
- ১২.কোন অংশীদারের আচরণে বা কার্যক্রমে যদি ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয় তবে ঐ অংশীদার সেই ক্ষতিপূরণ দিবে।
- ১৩.ব্যবসায়ের প্রধান অফিসে ব্যবসায়ের হিসাবপত্র এবং দলিলপত্রাদি সংরক্ষিত থাকবে।
- ১৪. প্রত্যেক অংশীদারের হিসাবপত্র ও দলিলপত্রাদি পরিদর্শন ও প্রতিলিপি পাওয়ার অধিকার। থাকবে।
- ১৫.অংশীদারদের সর্বসম্মত ভাবে লাভ লােকসান বণ্টণ হার মূলধনের পরিমান পুনঃ নির্ধারণ করা যাবে।
- ১৬.অংশীদারদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুসারে ব্যবসায়ের বিলােপসাধন এবং বিলােপসাধন উত্তর হিসাবনিকাশ করা যাবে।
এইচ.এস.সি ২০২১ হিসাববিজ্ঞান ২য়পত্র ৩য় সপ্তাহ এ্যাসাইনমেন্ট উত্তরপত্র
২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য তৃতীয় সপ্তাহের হিসেবে কোন বিষয়ের নির্ধারিত অ্যাসাইনমেন্টের এর নমুনা প্রশ্নোত্তর সংগ্রহ করে তোমাদের জন্য তুলে ধরলাম। এখান থেকে আপনি বা আপানারা ইচ্ছা করলে এ্যাসাইনমেন্টের নমুনা প্রশ্নগুলোর উত্তরপত্র প্রয়োজন অনুসারে লিখতে পারবে। বিস্তারিত জানতে ক্লিক করুন