এনজিওতে ক্যাটাগরি ভিত্তিক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে
পিপল্স ওরিয়েন্টেড প্রােগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) পিছিয়ে পড়া জনগােষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ১৯৮৬ সাল থেকে কাজ করে আসছে। সংস্থার ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নিম্নলিখিত পদসমূহে নিয়ােগের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
কর্মসূচি ব্যবস্থাপক
শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা ও স্নাতকোত্তর। ঋণ কর্মসূচিতে ন্যূনতম ৮ বছরের অভিজ্ঞতা এবং কমপক্ষে ১৫টি শাখার ঋণ কার্যক্রম পরিচালনায় ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সফ্টওয়ারের মাধ্যমে প্রতিবেদন তৈরী ও যাচাই, মনিটরিং, পরিকল্পনা প্রণয়ণ ও বাস্তবায়ন এবং কর্মী ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে। সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরে যােগাযােগে অভিজ্ঞ । মােটরসাইকেল চালনায় পারদর্শী এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। কম্পিউটারে বাংলা ও ইংরেজিতে ওয়ার্ড, এক্সেল, ইন্টারনেট ও পাওয়ার পয়েন্টে কাজ জানা আবশ্যক। বয়স : সর্বোচ্চ ৪৫ বছর। বেতন ও শিক্ষানবিশকালে৩৮,৪০০+৫,০০০(ক্রেডিট ভাতা)+১,০০০(মােবাইল বিল)=৪৪,৪০০/- এবং স্থায়ীকরণের পর-৪২,১০০+৫,০০০(ক্রেডিট ভাতা)+১,০০০(মােবাইল বিল)=৪৮,১০০/-।
এনজিওতে ক্যাটাগরি ভিত্তিক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে
সহকারী কর্মসূচি ব্যবস্থাপক।
শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা ও স্নাতকোত্তর/সমমান। ঋণ কর্মসূচিতে কমপক্ষে ৪টি শাখা পরিচালনায় ১ বছরের অভিজ্ঞতাসহ। ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অধিকতর অভিজ্ঞতাসম্পন্ন স্নাতক/সমমান পাশ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সফ্টওয়ারের মাধ্যমে প্রতিবেদন তৈরী ও যাচাই, মনিটরিং, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন এবং কর্মী ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে। মােটরসাইকেল চালনায় পারদর্শী এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
কম্পিউটারে বাংলা ও ইংরেজিতে ওয়ার্ড প্রসেসিং সহ, এক্সেল এবং ইন্টারনেটও জানা আবশ্যক।https://services.nidw.gov.bd/
বয়স : সর্বোচ্চ ৪০বছর। বেতন কাঠামো ও শিক্ষানবিশকালে-২৮,০০০+৪,৫০০(ক্রেডিট ভাতা)+৮০০(মােবাইল বিল) =৩৩,৩০০/- এবং স্থায়ীকরণের পর পাবেন আরও -৩০,৬০০+৪,৫০০(ক্রেডিট ভাতাসহ )+৮০০(মােবাইল বিল ও পাচ্ছেন)=৩৫,৯০০/-।
অডিট অফিসার
শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা ঃ বানিজ্যে স্নাতক/স্নাতকোত্তর। সংস্থার বিভিন্ন জেলায় অবস্থিত শাখা ও প্রকল্প অফিসে অবস্থান করে প্রতি মাসে ৩-৪ টি শাখা নিরীক্ষা কাজ সম্পাদন করতে হবে এবং নিরীক্ষা প্রতিবেদন তৈরী করতে হবে। এনজিও/ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে ১-২ বছর সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
কম্পিউটার কাজে পারদর্শী হতে হবে। কমস্থল ঃ ঢাকা; তবে অধিকাংশ সময় সংস্থার কর্ম এলাকায় থাকতে হবে। বয়স : সর্বোচ্চ ৩৫ বছর। বেতন ভাতা ঃ শিক্ষান বিশকালের ভাতা সহ-২০,০০০+৩০০(মােবাইল বিল শর্তে) সাপেক্ষে=২০,৩০০/- এবং স্থায়ীকরণের পর আরও পেতে পারেন-২১,৯০০+শহর ভাতা (১২০০) +৩০০ (মােবাইল বিলও পেতে পারেন)= ২৩,৪০০/- |
এনজিওতে ক্যাটাগরি ভিত্তিক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে
শাখা ব্যবস্থাপক
শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা ঃ স্নাতকোত্তর/সমমান। ঋণ কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক হিসাবে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা। সংশ্লিষ্ট কাজে ২ বছরের অধিক অভিজ্ঞতা সম্পন্ন স্নাতক/সমমান পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন। কর্মী পরিচালনায় দক্ষতা থাকতে হবে। সদস্য ভর্তি ও ঋণী যাচাই, সফ্টওয়ারের মাধ্যমে প্রতিবেদন তৈরী ও যাচাই, শাখার পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে অভিজ্ঞ হতে হবে।
মােটরসাইকেল চালনায় পারদর্শী এবং বৈধ ড্রাইভিং লাইসেন্সও থাকতে হবে। বয়স ঃ সর্বোচ্চ ৩৫ বছর।
বেতন কাঠামোগঠন অনুযায়ী ও শিক্ষানবিশকাল-২৪,৭০০+৪,০০০(ক্রেডিট ভাতাসহ ) +৬০০(মােবাইল বিল ও পাচ্ছেন ) =২৯,৩০০/- এবং স্থায়ীকরণের পর আরও যে সকল সুুবিধা পাবেন ২৬,৯৫০+৪,০০০(ক্রেডিট ভাতা)+৬০০(মােবাইল বিল)=৩১,৫৫০/-।