কৃষি মন্ত্রনালয়ের অধীন জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমীর ডাটা এনালিস্ট পদে মৌখিকে পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
কৃষি মন্ত্রনালয়ের অধীনে বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশঃ
কৃষি মন্ত্রনালয়ের অধীন জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমীর (নাটা) ডাটা এনালিস্ট ( ৯ম গ্রেড) পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে যোগ্য প্রাথীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠান সংক্রান্ত বিজ্ঞপ্তি মোতাবেক ডাটা এনালিস্ট ( ৯ম গ্রেড) পদে সাময়িকভাবে যোগ্য প্রাথীদের মৌখিক পরীক্ষা নিম্নবণিত তারিখ ও সময়ে সরকারী কম কমিশন সচিবালয়ে ( আগরগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭) অনুষ্ঠিত হবে।
নিদেশনাবলিঃ
- প্রাথীদের নামে নতুন করে সাক্ষাৎকারপত্র প্রেরণ করা হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্র মৌখিক পরীক্ষার জন্য প্রযোজ্য হবে। কোন প্রাথীর প্রবেশপত্র হারিয়ে গেলে বা বিনষ্ট হয়ে গেলে কমিমনের ওয়েব সাইট www.bpsc.gov.bd অথবা টেলিটকের ওয়েব সাইট http://bpsc.teletalk.com.bd থেকে তা ডাউনলোড করা যাবে। প্রবেশপত্র ছাড়া মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না।
- মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রাথীর মূল আবেদনপত্র এর bpsc ফরম-৩ ) ০১ সেট কমিশনের ওয়েব সাইট থেকে ডাউনলোড করে নিম্নোক্ত কাগজ/তথ্যাদির মূল ও সত্যায়িত কপিসহ মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে।
- সকল শিক্ষাগত যোগ্যতার সনদসহ সংশ্লিষ্ট সনদের মূল ও সত্যায়িত কপি
- আবেদনকারীর স্থায়ী ঠিকানা পরিবতন হলে পরিবতিত স্থায়ী ঠিকানার স্বপক্ষে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা সিটি করপোরেশন/ পৌরসভার মেয়র/কাউন্সিলের কতৃক প্রদত্ত প্রত্যয়নপত্রের মূল ও সত্যায়িত কপি ( প্রযোজ্য)
- (০৩) কপি পাসপোট সাইজের সত্যায়িত ছবি।
- জাতীয় পরিচয়পত্রের মূল কপি ও সত্যায়িত কপি। জাতীয় পরিচয়পত্রের হারিয়ে গেলে তা পুনঃ প্রাপ্তির যথাযথ পদ্ধতি অনুসরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস ও কাগজপত্রসহ কমিশনকে লিখিতভাবে জানাতে হবে।
- Application’s Copy ০২ (কপি)
- লিখিত পরীক্ষার প্রবেশপত্রের ০২ (দুই)কপি
- বিদেশ থেকে অজিত ডিগ্রিধারী প্রাথীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি/শিক্ষা মন্ত্রণালয় কতৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের মূল ও সত্যায়িত কপি
- সরকারী/ আধাসরকারী, স্বায়ত্তশায়িত সংস্থায় কমরত প্রাথীর ক্ষেত্রে নিয়োগকারী কতৃপক্ষ প্রদত্ত ছাড়পত্রের মূল ও সত্যায়িত কপি
- নাগরিকত্ব সনদের সত্যায়িত কপি
- অভিজ্ঞতা সনদের মূল ও সত্যায়িত কপি
- উপরিলিতি সনদ/কাগজ পত্র জমা দিতে ব্যথ হলে প্রাথীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দেয়া হবে না। মৌখিক পরীক্ষার সময় প্রাথীকে ঐদিন পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট পূবে কমিশনের আগরগাঁও, শেরে বাংলা নগর ঢাকাস্থ প্রধান কাযালয়ে উপস্থিত হতে হবে। মৌখিক পরীক্ষার সময় প্রাথী মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন না।
- প্রাথীর ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তিতে বণিত শতের গুরুতর Substantive ঘাটতি পাওয়া গেলে মৌখিক পরীক্ষার পূবে বা পরে যে কোন সময় উক্ত প্রাথীর প্রাথিতা বাতিল বলে গণ্য হবে।
- উক্ত পদের সংশ্লিষ্ট প্রাথীদের স্বাস্থ্য মন্ত্রণালয় কতৃক জারিকৃত স্বাস্থ্যবিধি অনুসরণ পূবক মাস্ক পরিহিত অবস্থায় মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণ করতে হবে। কোন প্রাথীকে মাস্ক ব্যতীত পরীক্ষা অংশ গ্রহণ করতে দেয়া হবে না।
- বিজ্ঞপ্তি কমিশনের ওয়েব সাইট www.bpsc.gov.bd এ পাওয়া যাবে।