গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উপজেলা পরিষদ এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
| ধামরাই, ঢাকা। (dhamrai.dhaka.gov.bd) ২৩ আশ্বিন ১৪২৪ বঙ্গাব্দ স্মারকনম্বর- ০৫,৪১.২৬১৪,০০০,১১.০০৫.২১,৯৪১ * ০৮ অক্টোবর ২০২১ খ্রিস্টাব্দ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, উপজেলা-১ শাখার স্মারক নং৪৬,০০,০০০০.০৪৬.১১.০০৮.১৬.৮২ তারিখ: ১৫ সেপ্টেম্বর ২০২১ খ্রিস্টাব্দের নির্দেশনার আলােকে রাজস্ব খাতে সৃজিত ধামরাই উপজেলা পরিষদের নিম্নবর্ণিত শূন্য পদ পূরণের নিমিত্ত নিম্নলিখিত শর্তে বাংলাদেশী প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উপজেলা পরিষদ এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং বিস্তারিত জানতে আমাদের নীলপাতা ওয়েব সাইটটি ভিজিট করুন।
বেতন স্কেল (জাতীয় |শিক্ষাগত যােগ্যতা সংখ্যা বেতনস্কেল, ২০১৫)
১ সিট মুদ্রাক্ষরিক কাম। ০১টি ১০২০০-২৪৬৮০/- ]১। কোন স্বীকৃত বাের্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা কম্পিউটার অপারেটর।
(১৪ নং শ্লে) Tসমমানের পরীক্ষায় উত্তীর্ণ। SI Word processing/Data entry s typing ইত্যাদির ক্ষেত্রে সর্বনিম্ন গতি: (ক) বাংলা: প্রতি মিনিটে সর্বনিন ২০ শব্দ। (খ) ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন ২৫ শব্দ। ৩। শর্টহ্যান্ড: (ক) বাংলা গতি প্রতি মিনিটে ৪৫ শব্দ। (খ) ইংরেজি গতি প্রতি মিনিটে ৭০ শব্দ।
শর্তাবলী ১, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। ২. আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা/বর্তমান ঠিকানা/অস্থায়ী ঠিকানা, জাতীয়তা,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উপজেলা পরিষদ এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
ধর্ম, জন্ম তারিখ, বয়স, শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা (যদি থাকে) উল্লেখসহ প্রার্থীকে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন পত্রের ফরমেট dhamrai.dhaka.gov.bd এর নােটিশ বাের্ড থেকে ডাউনলােড করা যাবে। সহস্তে চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ধামরাই বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে। (ক) জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধনের অনুলিপি। (খ) সদ্য তোলা ০২ (দুই) কপি পাসপাের্ট সাইজের রঙ্গিন ছবি। (গ) সকল শিক্ষাগত যােগ্যতা/অভিয়েতা সনদের অনুলিপি।
(ঘ) উপজেলা নির্বাহী অফিসার, ধানরাই বরাবর ৫০০ (পাচ শত) টাকার অফেরতযােগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডার। (ঙ) মুক্তিযােদ্ধার সন্তানদের ক্ষেত্রে প্রার্থীর পিতা/মাতা মুক্তিযােদ্ধা হিসেবে প্রমাণের জন্য সর্বশেষ সরকারির সার্কুলার | অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত সনদপত্রের ছায়ালিপি। (চ) এতিম ও প্রতিবন্ধী, উপজাতীয়, আনসার ও ভিডিপি কোটার ক্ষেত্রে সংশ্লিষ্ট কোটার সংশ্লিষ্ট যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক | প্রদত্ত সনদ প্রমাণপত্র। (ছ) প্রার্থীকে যােগাযােগের ঠিকানা সম্বলিত ৪.৫ ইঞ্চি X ১০ ইন্নি সাইজের একটি ফেরত খাম সংযুক্ত করতে হবে এবং
খামের উপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। ৪. প্রার্থীর বয়স ২৫/০৩/২০২০ খ্রি. তারিখে ১৮ হতে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তানদের সর্বোচ্চ ৩২
বছর পর্যন্ত শিথিলযােগ্য। চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত তারিখের মধ্যে আবেদন করতে হবে। এক্ষেত্রে বয়স
শিথিলযােগ্য নয় এবং অগ্রীম কপি গ্রহণ করা হবে না। ৬. আবেদনপত্র আগামী ১৪/১১/২০২১ খ্রি. তারিখের মধ্যে নিঃস্বাক্ষরকারীর কার্যালয়ে সরাসরি/ডাকযােগে পৌছাতে হবে। ৭. প্রার্থীকে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনরূপ টিএ/ডিএ দেয়া হবে না। লিখিত পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা এবং
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উপজেলা পরিষদ এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
মৌখিক পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে। পরীক্ষা অনুষ্ঠানের সময়, তারিখ এবং স্থান ডাকযােগে , উপজেলা পরিষদ ওয়েবসাইটে এবং উপজেলা নির্বাহী অফিসার, ধামরাই” ফেইসবুক পেইজ (@unodhamraidhaka) এর মাধ্যমে জানানাে হবে। পরবর্তীতে প্রার্থীদের চাকুরী স্থায়ীকরণের বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। নিয়ােগ সংক্রান্ত যেকোন বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত এবং যে কোন ধরনের তদবির/সুপারিশ প্রার্থীর অযােগ্যতা বলে গণ্য হবে।
হােসাইন মোহাম্মদ হাই জকী উপজেলা নির্বাহী অফিসার