চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
বাংলাদেশ সরকার দেশের সার্ভিক উন্নয়নকল্পে দেশের বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে বিভিন্ন মন্ত্রনালয়ে বিভিন্ন পদে নিদির্ষ্ট
সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ার কার্যসম্পাদন করে থাকেন। তারই ধারবাহিকতায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ
বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
স্বারক নং- টিপি-২/মাষ্টারপ্ল্যান/জনবল নিয়োগ/২০২০/০৩/২৮ তারিখ: ১৭ ডিসেম্বর-২০২০
-
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয় ও অর্থ মন্ত্রনালয়ের নির্দেশনা /প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক বাস্তাবায়নধীন “ চট্টগ্রাম মেট্টোপলিটন এলাকার মাষ্টার প্ল্যান প্রনয়ন (২০২০-২০৪১) “ শীর্ষক প্রকল্পের অধীনে চউক এর বিদ্যমান চাকুরিবিধি অনুসরণে সম্পূর্ন অস্থায়ী ভিত্তিতে কেবলমাত্র প্রকল্প মেয়াদকালীন সময়ের জন্য নিম্নবর্ণিত পদে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে দরখাস্ত আহব্বান করা যাচ্ছে ।
-
নিয়োগকৃত প্রতিষ্ঠানের নাম:
(ক) পদের নাম: সহকারী নগর পরিকল্পনাবিদ-, পদ সংখ্যা- ০৩, গ্রেড-০৯
শিক্ষাগতযোগ্যতা: যেকোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে আরবান এন্ড রেজিওনাল প্লানিং/গ্রামীণ পরিকল্পনা স্নাতক ডিগ্রী থাকেতে হবে। ও বিজ্ঞপ্তি অনুযায়ী
(খ) সহকারী স্থপতি: পদ সংখ্যা- ০১, গ্রেড-০৯
শিক্ষাগতযোগ্যতা: যেকোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে স্থাপত্যে স্নাতক ডিগ্রী ল্যান্ডস্কেপিং আরবান ডিজাইন বিষয়ক কাজে ০২ বছরের অভিজ্ঞতা থাকতে হব এবং বিজ্ঞপ্তি অনুযায়ী
(গ) সহকারী গ্রকৌশলী (সার্ভে): পদ সংখ্যা- ০২, গ্রেড-০৯
শিক্ষাগতযোগ্যতা: যেকোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে সিভিল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রী থাকতে হবে। সার্ভে কাজে ০২ বছরের অভিজ্ঞতা থাকতে হব এবং বিজ্ঞপ্তি অনুযায়ী
(ঘ) সহকারী ( প্রোগ্রামার): পদ সংখ্যা- ০১, গ্রেড-০৯
শিক্ষাগতযোগ্যতা: যেকোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স এ ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিকেল
এন্ড ইলেকেট্রনিক নগর ইঞ্জিনিয়ারিং/ নগর পরিকল্পনা/ টেলিকমিনেকেশন ইঞ্জিনিয়ারিং তথ্য প্রযুক্তি /ফলিত পদার্থ বিজ্ঞান / গণিত /জিআইএস প্রযুক্তি / ভূগোল বিষয়ে এ স্নাতক ডিগ্রী থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে বিজ্ঞপ্তি অনুসারে ০২ বছরের অভিজ্ঞতা থাকতে হব ।
(ঙ উপ–সহকারী স্থপিত: পদ সংখ্যা- ০২, গ্রেড-১০
শিক্ষাগতযোগ্যতা: যেকোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে আর্কিটেকচার এ ডিপ্লোমা ও সংশ্লিষ্ট কাজে ০২ বছরের অভিজ্ঞতা থাকতে হব এবং বিজ্ঞপ্তি অনুযায়ী
(চ) জিআইএস অপারেটার: পদ সংখ্যা- ০৩, গ্রেড-১১
শিক্ষাগতযোগ্যতা: যেকোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স এ ইঞ্জিনিয়ারিং/ স্থাপত্য/ পুরকৌশল এ ডিপ্লোমা এবং জিআইএস এর উপর ট্রেনিং ও সংশ্লিষ্ট কাজে বিজ্ঞপ্তি অনুসারে ০২ বছরের অভিজ্ঞতা থাকতে হব ।
(ছ) নকশাবিদ: পদ সংখ্যা- ০৪, গ্রেড-১৫
শিক্ষাগতযোগ্যতা: যেকোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে ড্রাফটসম্যানসীপ এ ডিপ্লোমা এবং শ্লিষ্ট কাজে বিজ্ঞপ্তি অনুসারে ০৩ বছরের অভিজ্ঞতা থাকতে হব ।