বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড, ঢাকা এর আওতাধীন সকল মাদ্রাসার দাখিল পরীক্ষা ২০২১ এর ফরম পূরণ (eFF) এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
- ⇐দাখিল পরীক্ষা ২০২১ এর ফরম পূরণ (eFF) এর বিজ্ঞপ্তি⇔ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোড, ঢাকা এর আওতাভুক্ত মাদ্রাসা প্রধান ও সিংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, ২০২১ সালে অনুষ্ঠিব্য দাখিল পরীক্ষার দাখিল পরীক্ষা ২০২১ এর ফরম পূরণ (eFF) এর প্রয়োজনীয় ফি জমা দেয়ার সময়সূচি ও নিয়মাবলি নিম্নে উল্লেখ করা হয়েছে।
- ক) রেজিস্ট্রশন এর মেয়াদ থাকা সাপেক্ষে জিপিএ উন্নয়ন পরীক্ষাথীসহ আবশ্যিক ও নৈবাচনিক বিষয়/বিষয়সমূহে এক থেকে চার বিষয়ে অকৃতকায পরীক্ষাথীেগণের ২০২১ সনের দাখিল পরীক্ষায় অকৃতকায বিষয়/বিষয়সমূহের অংশগ্রহনের জন্য নিজ নিজ শিক্ষক প্রতিষ্ঠানরের প্রধান বরাবর সাদা কাগজে আবেদন করার শেষ তারিখঃ ১৫-০৩-২০২১ খ) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোডে ওয়েব সাইটে পরীক্ষথীদের সম্ভাব্য তালিকা প্রদশনের তারিখঃ ২৫-০৩-২০২১ গ) প্রদশিত সম্ভাব্য তালিকা হতে অনলাইন এর মাধ্যমে ইএফএফ পূরণ এবং বিলম্ব ফি ছাড়া TT স্লিপ বের করার তারিখঃ ২৬-০৩-২০২১ থেকে ০১-০৪-২০২১ ঘ) বিলম্ব ফি ছাড়া TT স্লিপের টাকা ব্যাংকে জমা দেয়ার শেষ তারিখঃ ০৪-০৪-২০২১ ঙ) প্রতি শিক্ষাথী ১০০ টাকা হারে বিলম্ব ফি সহ Online এ ফরম (e-FF) পূরণ ও TT স্লিপ বের করার তারিখঃ ০৫-০৪-২০২১ থেকে -০৮-০৪-২০২১ চ) বিলম্বফি সহ টিটি স্লিপ ব্যাংকে জমা দেয়ার তারিখঃ ১৩-০৪-২০২১ ছ) চুড়ান্ত পরীক্ষথীর তালিকা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোডের ওয়েব সাইটে ( www.ebmeb.gov.bd) এ প্রদশন করা হবে।
- জ) চূড়ান্ত তালিকা ও TT স্লিপ এর ফটোকপি ( কেন্দ্রসচিব/তার প্রতিনিধির মাধ্যমে) বোডে প্রেরণ করতে হাতে হাতে জমা দেয়ার শেষ তারিখঃ ২৫-০৪-২০২১ থেকে ২৯-০৪-২০২১
বিঃদ্রঃ রেজিস্ট্রেশনে যে পাসওয়াড ব্যবহার কার হয়েছে সে পাসওয়াড দিনে ফরম কাজ সম্পন্ন করার জন্য আহব্বান করা হয়েছে।
বিজ্ঞপ্তি দেখতে নিচের অংশ দেখুন
শিক্ষার সকল সকল প্রকার তথ্য পেতে নীলপাতা ডট কমের সাথে থাকুন এবং সরকারী চাকুরি, বেসরকারী চাকুরি, শিক্ষা প্রতিষ্ঠানে চাকুরি, এনজিওতে চাকুরি, নিয়োগ পরীক্ষার ফলাফল, নিয়োগ পরীক্ষার সময়সূচি ও মৌখিক পরীক্ষার সময়সূচি ফলাফল জানতে নিয়মিত আমাদের নীলপাতা ওয়েব সাইট ভিজিট করুন।