বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে সকল শিক্ষা প্রতিষ্ঠানের জুনিয়ল দাখিল পরীক্ষা ২০২১ এর জন্য নিম্নের নির্দেশনা অনুসরণ করতে হবে নিম্নে উল্লেখ করা হলো
১) দাখিল ৮ম শ্রেনীর অর্ধবার্ষিক পরীক্ষায় জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষায় ( জেডিসি) ২০২১ এর জন্য নিধারিত বিষয় সমূহ থাকবে।
২) অর্ধবার্ষিক পরীক্ষায় সকল বিষয়ে ধারাবাহিক মূল্যায়ন থাকবে। তবে বিবেচ্য ছকের ক্রমিক নং ১ হতে ১১ পর্যন্ত প্রতি বিষয়ের মোট ধারাবাহিক মূল্যায়ন থেকে ৩০% অর্ধবার্ষিক পরীক্ষার মোট নম্বররের জন্য বিবেচিত হবে। ক্রমিক নং ১২ এর বিষয়ের পূর্ণ নম্বরের ধারাবাহিক মূল্যায়ন করা হবে।
৩) ধারাবাহিক মূল্যায়ের ক্ষেত্রে এনসিটিবির নির্দেশনা (সংযোজিত) থাকবে।
৪) অর্ধ-বার্ষিক পরীক্ষায় বিবেচ্য বিষয়ের ছকের ক্রমিক নং ১ হতে ১১ পর্যন্ত সকল বিষয়ে জেডিসি পরীক্ষা ২০২১ ন্যায় পূর্ণ নম্বরের ক্ষেত্রে ( তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ৫০, এবং বাকি সকল বিষয় ১০০) সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে। তবে এই পূর্ণ নম্বরের ৭০% বার্ষিক পরীক্ষার জন্য বিবেচিত হবে।
৫) বিবেচ্য ছকের ক্রমিক নং ১ হতে ১১ পর্যন্ত বিষয় সমূহের ধারাবাহিক মূল্যায়নের ৩০% নম্বরের সাথে ক্রমিক নং ৪ এ উল্লেখিত সামষ্টিক মূল্যায়নের ৭০% নম্বর যোগ করে অর্ধবাষিক পরীক্ষার নম্বর যোগ করা হবে।
৬) অষ্টম শ্রেনী অর্ধ-বার্ষিক পরীক্ষায় আরবি প্রথম পত্রের আরবি কথপোকথনে ১০ নম্বরের পরীক্ষায় গ্রহণ করতে হবে।