সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের আবেদনপ্রক্রিয়া সম্পূর্ণ শেষ হয়েছে গত ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে, যাহা পূবে শুরু হয়েছিল ২৫ অক্টোবর থেকে অনলাইনে প্রক্রিয়ার মাধ্যমে ।
শনিবার (২৮ নভেম্বর) থেকে শুরু হলো, সেই সময়ে করা আবেদনের ওপর সেসকল ভুল সংশোধনের সুযোগ প্রক্রিয়া ।
মাধ্যমঃ অনলাইনে আবেদন করার সময় কেউ যদি কোনো প্রকার ভুল করে থাকেন, তবে তিনি এখন ঐ ভুলগুলো এখন সংশোধন প্রক্রিয়ার মাধ্যমে সংশোধন করতে পারবেন।
এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) সূত্র জানায়, আবেদন ফি পরিশোধ করা প্রার্থীরা আজ শনিবার (২৮ নভেম্বর) থেকে তাদের ভুল সংশোধন করতে পারবেন।
এই সুযোগ চলবে আগামী ৪ ডিসেম্বর ২০২০ইং পর্যন্ত।
এবার আবেদন করেছেন প্রায় ১৩ লাখ প্রার্থী অনলাইনে প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করার সময় একাডেমিক সার্টিফিকেট গ্রহণ, বিশ্ববিদ্যালয় যুক্ত না থাকায় আবেদন সম্পন্ন না হওয়া, জেন্ডার (লিঙ্গ) নির্বাচনে ভুলসহ বিভিন্ন ধরনের জটিলতার সম্মুখীন হন আবেদনকারীগণ ।
বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে আবেদনে ভুল সংশোধন করার সিদ্ধান্ত গ্রহণ নিয়েছে ডিপিই।