বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
আবশ্যক নিয়ােগ বিজ্ঞপ্তি : ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ঐতিহ্যবাহী। পাড়াগাঁও জামে মসজিদে একজন ইমাম ও খতিব নিয়ােগ দেওয়া হবে। *হাফে, মাওলানা (দাওরায়ে |হাদিস) মুফতি ও আন্তর্জাতিক মানের | তিলাওয়াত হতে হবে। *বিবাহিত হতে হবে। *ইন্টারভিউর সময়: ১০/০৩/২২ইং, রােজ: বৃহস্পতিবার সকাল: ৯টা। প্রয়ােজনীয় সকল সার্টিফিকেট সঙ্গে নিয়ে আসবেন। যােগাযােগ: ০১৯১৪৬৪১২৮০, ০১৯১৫৮১২০৮৬, ০১৯২২৬১৫৬৬১, ০১৭৩৩৫৬৮৬৪৯। সি-৪৪২/২২
নিয়ােগ বিজ্ঞপ্তি : জারুলিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, ডাকগাজীপুর, চুনারুঘাট, হবিগঞ্জ-এ বেসরকারি শিক্ষা-প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামাে ও এমপিও নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশােধিত) অনুযায়ী শূন্যপদে ১ জন সুপারিনটেনডেন্ট, ১ | জন সহকারী সুপারিনটেনডেন্ট আবশ্যক। আগ্রহীগণ প্রয়ােজনীয় কাগজপত্র, ২ কপি ছবি, সাধারণ তহবিল, পূবালী ব্যাংক গাজীপুর শািখা, হবিগঞ্জ বরাবর অফেরতযােগ্য। ৫০০/- টাকার পে-অর্ডারসহ বিজ্ঞপ্তি প্রকাশের ২১ দিনের মধ্যে সভাপতি বরাবর আবেদন করুন। মােবাইল০১৭১৫০৬৫৩৯৫। সি-৪৪১/২২
আবশ্যক: কবি নজরুল উচ্চ বিদ্যালয়, সিংজোড়া, পােঃ-গয়হাটা, উপজেলা-নাগরপুর, জেলা-টাঙ্গাইল |এ সরকারী বিধিমােতাবেক কম্পিউটার ল্যাব অপারেটর ০১ জন, নিরাপত্তাকর্মী ০১ জন, পরিছন্নতাকর্মী ০১ জন, নৈশপ্রহরী ০১ জন, অফিস সহায়ক ০১ জন নিয়ােগ করা হবে। আগ্রহী প্রার্থীদেরকে বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে শিক্ষাগত যােগ্যতার সনদপত্র, ৩ কপি ছবি, জাতীয় পরিচয়পত্র ও সকল প্রয়ােজনীয় কাগজপত্রের সত্যায়িত ফটোকপি, অফেরতযােগ্য ১০০০/- (এক হাজার) টাকার ব্যাংক ড্রাফটসহ আবেদন করতে হবে। প্রধান শিক্ষক।| যাবু-৪২১/২২
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
আবশ্যক: কাতুলী এমদাদীয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসা, পােঃকাতুলী, উপজেলা-ফুলপুর, জেলাময়মনসিংহের জন্য শূন্য পদে একজন অধ্যক্ষ আবশ্যক। ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় ঢাকা ও সরকারী বিধি মােতাবেক ২ কপি ছবি, | প্রয়ােজনীয় কাগজপত্র ও ১০০০ টাকার পােস্টাল অর্ডার ব্যাংক ড্রাফটসহ (অফেরতযােগ্য) বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে সভাপতি বরাবর আবেদন করতে হবে। -সভাপতি। যাবু-৪২২/২২ আবশ্যক: সরকারী বিধিমােতাবেক খুরশিদা বালিকা উচ্চ বিদ্যালয়, ডাকঘর-গােপালপুর, বেগমগঞ্জ, নােয়াখালীর জন্য শূনপদে একজন নৈশপ্রহরী ও একজন পরিচ্ছন্নতাকর্মী আবশ্যক। আগ্রহী প্রার্থীরা বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে ৫০০/ব্যাংক ড্রাফটসহ প্রধান শিক্ষক বরাবর আবেদন করুন। ০১৬৭০৫৪১৮৬১। যাবু-৪২৩/22
আবশ্যকঃ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামাে ও এমপিও নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশােধিত) এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় অর্ডিন্যান্স অনুযায়ী সুহিলপুর এবিএস ফাজিল (ডিগ্রি) মাদরাসা, পােঃ খান সুহিলপুর, উপজেলা-হাজীগঞ্জ, জেলা-চাঁদপুর-এর জন্য শূন্যপদে একজন অধ্যক্ষ ও নবসৃষ্ট পদে ১ জন আয়া আবশ্যক। অধ্যক্ষ পদে ১ (এক) হাজার টাকা ও আয়া পদে দুইশত টাকা অফেরতযােগ্য ব্যাংক ড্রাফট জনতা ব্যাংক হাজীগঞ্জ শাখা, চাঁদপুর, চলিত হিসাব নং- | ০৬৫০০১০০৭৪৩২। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রয়ােজনীয় কাগজপত্র ও এক কপি ছবি, মােবাইল নাম্বারসহ বরাবর, সভাপতি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) চাঁদপুরের অনুকূলে আবেদন করতে হবে।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ