বেসরকারী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের (মাদ্রাসা) জানুয়ারী ২০২১ এর MPO কপি যেভাবে ডাউনলোড করবেন
সরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা ) শিক্ষক-কর্মচারীদের MPO জানুয়ারী -২০২১ মাসের এমপিও ডাউনলোড করবেন যেভাবে
- কোবিড-১৯ পরিস্থিতি দেশের মহামারি মোকাবেলা করে সরকার দেশর অর্থনেতিক অবস্থা স্বচ্ছল রেখে স্বাভাবিকভাবে রাষ্ট্রপরিচালনা করে আসতেছে । এমতাব্যস্থা সরকারী ও বেসরকারী সকল দপ্তরের নিদিষ্ট সময়ের মধ্যে বেতন- ভাতার অংশ বিতরণ করা হচ্ছে।
- বেসরকারী শিক্ষা-কমচারীদের যথাসময়ে এমপিও এর চেক নিদিষ্ট সময়ের ছাড় প্রদান করা হচ্ছে তারই ধারাবাহিকতা বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান ( মাদ্রাসা) শিক্ষকদের এমপিওএর চেক ছাড় প্রদান করা হয়।
নিম্নে বিস্তারিত আলোচনা করা হলোঃ
- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরধীন বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান সমূহের (মাদ্রাসা ) শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি-২০২১ মাসের বেতন-ভাতা’র চেক সরকারী অংশের ০৮টি চেক অনুদান বণ্টনকারী অগ্রনী ব্যাংক ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কাযালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড ,স্থানীয় কাযালয়ে হস্তান্তর করা হয়েছে।
- আগামী ১১-০২-২০২১ পযন্ত সংশ্লিষ্ট শাখার মাধ্যমে বেতন ভাতার সরকারী অংশের টাকা উত্তোলন করতে পারবেন এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীদের
এমপিও কপি ডাউনলোড করতে নিচের অংশ দেখুন
জানুয়ারী ২০২১ সালের MPO ডাউনলোড করুন
চাকুরি ও শিক্ষা সম্পর্কিত সকল প্রকার তথ্য সবার আগে পেতে নিয়মিত নীলপাতা ডট কমের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।