ভি-রোল-ফরম-ডাউনলোডের-জন্য-পুলিশ বেসরকারি শিক্ষক নিবন্ধন/ ও প্রত্যয়ন কর্তৃপক্ষ
NTRCA Police Verification Form 2021
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এনটিআরসিএ নিবন্ধন প্রত্যায়ন কর্তৃপক্ষ এ নির্ধারিত কিছু তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয়তার ভিত্তিতে আমরা বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে প্রয়োজনীয় ফরম আবেদনের নমুনা ফরম সংগ্রহ করে উপস্থাপন করি। যেখানে রয়েছে এনটিআরসিএ নিবন্ধন এ উত্তীর্ণ প্রার্থীদের বিষয়ে কিছু নির্দেশনা মূলক তথ্য। যারা এনটিআরসিএ নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে অংশগ্রহণে ইচ্ছুক তাদের বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা আজকে আমাদের মূল আলোচ্য বিষয়। নিম্নে খুবেই কিছু গুরুত্বপূর্ণ তথ্যের আলোকে কতিপয় বিশদ গবেষণা মূলক প্রয়োজনীতার ভিতিতে আবেদন ও আপিল ফরম পিডিএফ আকারে দেয়া হলো। আপানাদের প্রয়োজন মোতাবেক তথ্য ফরম সংগ্রহ করতে অব্যশই পিডিএফ আইকনে ক্লিক করে ডাউনলোড করে সংরক্ষণ করতে পারেন।ভি-রোল-ফরম-ডাউনলোডের-জন্য-পুলিশ বেসরকারি শিক্ষক নিবন্ধন/ ও প্রত্যয়ন কর্তৃপক্ষNTRCA Police Verification Form 2021
১। তথ্যপ্রাপ্তির আবেদন ফরম
২। তথ্যপ্রাপ্তির আপিল ফরম
৩। তথ্যপ্রাপ্তির অভিযোগ ফরম
ভি-রোল-ফরম-ডাউনলোডের-জন্য-পুলিশ বেসরকারি শিক্ষক নিবন্ধন/ ও প্রত্যয়ন কর্তৃপক্ষ
ভি-রোল-ফরম-ডাউনলোডের-জন্য-পুলিশ বেসরকারি শিক্ষক নিবন্ধন/ ও প্রত্যয়ন কর্তৃপক্ষ
-
NTRCA এর ৩য় পর্যায়ে প্রায় ৫৪ হাজারের চেয়েও বেশি শিক্ষক নিয়োগের লক্ষ্যে এক গণবিজ্ঞপ্তি প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে বেসরকারী শিক্ষক নিবন্ধনের ক্রমানুসারে ৩৮২৮৬ টি পদে নিয়োগ সুপারিশ করা হয়েছে । তারই মধ্যে ৩৪৬১০টি এমপিওভুক্ত এবং ৩৬৭৬টি ননএমপিও পদে শিক্ষক রয়েছে। আরও ১৫,৩২৫টি পদে প্রার্থী ও আবেদন না পাওয়ায় নিয়োগ সুপারিশ করা সম্ভব হয় নাই। এরই মধ্যে মহিলা কোটার ৬,৭৭৭টি পদে মহিলা প্রার্থী পাওয়া যায়নি। আর ৮,৪৪৮টি পদে কোনো আবেদনপত্র পায়নি এনটিআরসিএ। এ নিয়োগের লেক্ষ্যে মোট ৮৯ লাখের বেশি আবেদন জমা পড়েছিল বলে জানা যায়।
- NTCA Police varification Form
- পুলিশ ভেরিফিকেশন সম্পর্কে সাধারণ কিছু জিজ্ঞাসামূলক প্রশ্নসমূহঃ
1। পুলিশ ভেরিফিকেশন কি? জানা প্রয়োজন কেন?
উঃ সাধারণত চাকুরী, পাসপোর্ট, লাইসেন্স বা অন্য কোনো প্রয়োজনীয় ক্ষেত্রে আবেদনকারী কর্তৃক প্রদত্ত তথ্যাদি সঠিক আছে কিনা তা পুলিশ কর্তৃক যাচাই করাকে ভেরিফিকেশন বা সত্যতা প্রতিপাদন বলে। ভেরিফিকেশনকালে প্রার্থীর প্রদত্ত প্রেরণকৃত তথ্যাদির সত্যতা যাচাইয়ের মা্যেমে প্রার্থীর চারিত্রিক ও সামাজিক অবস্থান সম্পর্কেও আরও তথ্য নেয়া হবে বলে আশা করা যায়।
2। আপনি কি জানেন কোন কোন ক্ষেত্রে এ ধরনের জন্য পুলিশ ভেরিফিকেশন হতে পারে? জেনে নিন বিস্তারিত
উত্তরঃ 1) সকল ধরণের সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি (ঐচ্ছিক) প্রতিষ্ঠানে নিয়োগ, (2) পাসপোর্ট প্রাপ্তি, (3) বিভিন্ন ধরণের লাইসেন্স প্রাপ্তি , (4) বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) ব্যবহার, ইত্যাদি ক্ষেত্রে।
3। আপনি কি পুলিশ ভেরিফিকেশনের আবেদন পত্রে প্রার্থীর কোন ঠিকানা (স্থায়ী/অস্থায়ী) দিতে হয়? জানতে চান