মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য ও সেবা বিভাগ
বিষয়ঃ- কোভিড-১৯ ভ্যাকসিন সরবারহ সংক্রান্ত সভায় সিদ্ধান্ত বাস্তবায়ন
উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে গত ০৭-০২-২০২১ তারিখে দেশব্যাপি কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কাযক্রম শুরু হয়েছে । সরকার দেশের সকল স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ভ্যাকসিন প্রদানের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে। ভ্যাকসিন প্রদানের জন্য নিবন্ধন করা সুবিধাথে সকল শ্রেনীর শিক্ষক কর্মচারীদের NID প্রয়োজন । এমতাব্যস্থায়, শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সকল স্তরের শিক্ষক কর্মচারীদের NID নম্বরের তালিকা নিম্নোক্ত ই-মেইলে ( এক্সেল শীটে, নিকস ফন্টে,টেক্সট ফরম্যাটে) প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলোঃ
E-mail- 1) drshahashrafi@gmail.com
2) linedriector@mis@gmail.com
বিজ্ঞপ্তি দেখুন
বিজ্ঞপ্তি দেখুন এবং pdf ডাউনলোড করুন