মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর-২০২১ চেক হস্তান্তর
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর অধীনস্থ সকল এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সেপ্টেম্বর- 2021 সালের সরকারি বেতন হস্তান্তর করেছে।বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান সমূহের মাদ্রাসা শিক্ষা অধিদপ্তধীন সকল এমপিভুক্ত শিক্ষক/কর্মচারীগণের সেপ্টেম্বর ২০২১ সনের সরকারী বেতন ভাতার চেক হস্তান্তর সম্পর্কে MPO কপি সহ অনলাইনে প্রকাশ করা হয়। dshe.gov.bd
বাংলাদেশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক কর্মচারী গ্রহণের সেপ্টেম্বর 2021 সালে নির্ধারিত বেতন-ভাতা অংশ 27/09/2021 মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এর ওয়েবসাইটে আপলোড করা হয়। বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলেছেন যে সকল শিক্ষক ও কর্মচারী তাদের নির্ধারিত অর্থাৎ ব্যাংক একাউন্টের মাধ্যমে আগামী 05/10/2021 তারিখের মধ্যে বেতন ভাতা উত্তোলন করতে পারবেন। আপনি যদি এমপি পিডিএফ আকারে আপনার উপজেলা জেলা ভিত্তিক অনুযায়ী আমাদের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে প্রয়োজন অনুপাতে আপনারা এখান থেকে পিডিএফ আকারে সংরক্ষণ করতে পারেন।
মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর-২০২১ চেক হস্তান্তর
সরকারি অংশের যে চারটি চার অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, এর প্রধান কার্যালয় এবং জনতার সোনালী ব্যাংক লিমিটেড স্থানীয় কার্যালয় 27/09/2021 তারিখে হস্তান্তর করা হয়েছে। স্মারক নং 57. 25. 0000. 011. 06. 002. 21-50 শিক্ষক-কর্মচারী গ্রহণ অর্থ বলা হয়েছে যে আগামী 05/10/2021 তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক হতে সেপ্টেম্বর 2021 মাসের বেতন ভাতাদি জন্য সরকারি অংশগ্রহণ করতে পারবে। যা উপরে প্রমাণ স্বরুপ বাংলাদেশ মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তির মোতাবেক কি আমরা বিস্তারিত তুলে ধরলাম। এবং নিম্নে ব্যাংক ভিত্তিক এমপিও কপি গুলো আপলোড করা হলো। http://www.dme.gov.bd/
আপনারা ইচ্ছা করলে ওয়েবসাইটে ভিজিটর পর এখান থেকে প্রতি মাসের এমপিও কপি গুলো স্কুল-কলেজ-মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বিভাগের সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও কপি নির্ধারিত সময় বা তার বাইরে আমাদের ওয়েবসাইট থেকে এমপিও কপি পিডিএফ আকারে সংরক্ষণ করে নিতে পারবেন।
এমপিও কপি ডাউনলোড করার জন্য নিম্নে যে পিডিএফ আইকনে ক্লিক করে সেভ করে অথবা প্রিন্ট করে কপি গুলো সংরক্ষন করে নিতে পারবেন। তাছাড়া আরো রয়েছে পুরনো মাসের এমপিও কপি গুলো ও সংরক্ষন করে প্রিন্ট করে রাখতে পারবেন।
MPO Septmber 2021 (1-500) MPO Septmber 2021 (501-1000) MPO Septmber 2021 (1001-1772)