মাদ্রাসা শিক্ষদের এমপিও সীট ডাউনলোড
মাদরাসার শিক্ষক-কর্মচারীদের নভেম্বর (২০২০) মাসের এমপিওর চেক গত ৬ ডিসেম্বর ছাড় হয়েছে। শিক্ষকরা আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন। তবে যান্ত্রিক গোলযোগের কারণে সরকারি ওয়েবসাইটগুলো বন্ধ আছে। তাই সারাদেশের শিক্ষকরা মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে এমপিও শিট ডাউনলোড করতে পারছেন না।
তাই, বিকল্প হিসেবে মাদরাসা শিক্ষকদের এমপিও সফটওয়ার মেমিসের ওয়েবসাইটে এমপিও শিট আপলোড করেছে অধিদপ্তর। অধিদপ্তর থেকে বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
জানা গেছে, শিক্ষকরা memis.gov.bd ওয়েবসাইট ভিজিট করে এমপিও শিট ডাউনলোড করতে পারবেন। এছাড়া গুগল ড্রাইভে এমপিও শিট আপলোড করা হয়েছে। শিক্ষকরা নির্ধারিত লিংকে ক্লিক করে এমপিও শিট ডাউনলোড করতে পারবেন।
মাদরাসার এমপিও চেকের স্মারক নম্বর : ৫৭.২৫.০০০০.০০২.০৮.০০৪.২০-৪৬১ তারিখ: ৬-১২-২০২০
https://drive.google.com/drive/folders/1DfU5nfZHBHpzEfrePh0zbCNNYb6J06qq