রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ সম্প্রতি ২৫ টি পদে মোট ২১৯ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও।অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু ০৩-১২-২০২০ থেকে । আবেদন করা যাবে ২২-১২-২০২০ পর্যন্ত।
পদের নাম ও পদসংখ্যা
সহকারী প্রকৌশলী সিভিল –১২
সহকারী প্রকৌশলী যান্ত্রিক-০৩
সহকারী পরিচালক-১২
সহকারী পরিচালক রিসার্চ ও ডকুমেন্টেশন–০১
সহকারি অথরাইজড অফিসার-১০
সহকারী নগর পরিকল্পনাবিদ-১১

সহকারি স্থপতি-০১
সহকারি আইন কর্মকর্তা-০২
উপ-সহকারী প্রকৌশলী সিভিল-১০
উপ-সহকারী প্রকৌশলী যান্ত্রিক-০৩
প্রধান ইমারত পরিদর্শক-১২
হিসাব রক্ষক০১
তত্ত্বাবধায়ক-০৪
এস্টেট পরিদর্শক- ০৩
কানুনগো-০১
ইমারত পরিদর্শক-৫৯
নথি রক্ষণ কর্মকর্তা-০৬
সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর-০৩
নিরীক্ষক-০১
উচ্চমান সহকারী-০৯
সাঁট-মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর-১২
ফটোগ্রাফার-০১
সার্ভেয়ার-৩৭
অপারেটর-০৩
লিফট ম্যান-০২
আবেদনের যোগ্যতা ”
বিজ্ঞপ্তি অনুযায়ী
চাকরি আবেদনের বয়স
প্রার্থীর বয়স ২৫-০৩-২০২০ তারিখে১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে । তবে মুক্তিযোদ্ধা /শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর ।
আবেদনের নিয়ম:
আগ্রহী প্রার্থীরা (http://rajuk.teletalk.com.bd/) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আগামী ২২-১২-২০২০ তারিখ পর্যন্ত জমা দিতে পারবেন ।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: