সকল মাদ্রাসায় আবশ্যিকভাবে বঙ্গবন্ধু কর্ণার স্থাপন নির্দেশনা
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানে আবশ্যকভাবে “ বঙ্গবন্ধু কর্ণার” স্থাপন করার বিষয়ের নির্দেশনা প্রদান করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যার কারিগরি ও মাদ্রাসা বিভাগের , শিক্ষা মন্ত্রণালয়ের স্বারক নং 57.00.0000.99.002.540. তাং ৩১ মে ২০২১ এর সংশ্লিষ্ট সকল কে অবগতির জন্য শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা ও স্বারক আলোকে জানানো যাচ্ছে যে, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মজিবুর রহমান এর জীবন ও আদর্শ, শিক্ষার্থীদের নিকট সঠিক ভাবে তুলে ধরার লক্ষ্যে এ বোর্ডের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান ( এমপিও ও নন এমপিও)- সমূহে আগামী ১০ আগস্ট ২০২১ তারিখের মধ্যে বঙ্গবন্ধু কর্ণার” স্থাপন পূর্বক মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরকে সচিত্র প্রমাণসহ ১১ আগস্ট ২০২১ তারিখের মধ্যে অবহতি করতে হবে। যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ইতোমধ্যে বঙ্গবন্ধু কর্ণার স্থাপন করা হয়েছে, প্রমানকসহ তার তালিকা আগামা ১৫ জনু ২০২১ তারিখের মধ্যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করতে হবে।
বর্ণিত অবস্থায় আবম্যিকভাবে ” বঙ্গবন্ধু কর্ণার” স্থাপন করার জন্য বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড এর আওতাধীন দেশের সকল মাদ্রাসা প্রধান ও পরিচালনা কমিটিকে নিদের্শক্রমে অনুরোধ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।