হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের এমসিকিউ পরীক্ষার সম্পন্ন সমাধান
আমাদের সম্পর্কে জেনে নিনঃ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন চাকুরি প্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ওয়েব সাইট গুলোর মধ্যে আমাদের নীলপাতা ডট কমের ওয়েব সাইটটি অন্যতম একটি সাইট। যেখানে বিভিন্ন সরকারী বেসরাকরী নিয়োগ সার্কুলার সংগ্রহ করে পাঠেকের মনের অনুুভতি প্রকাশ সেই লক্ষ্যে বিজ্ঞাপনগুলো প্রদান করা হয়। আপনারা এই ওয়েব সাইট কেন ভিজিক করবেন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নিন আমরা সহজ ও সরল ভাষায় একটি ওয়েব সাইট এর তথ্য উপাত্ত গুলো তুলে ধরার চেষ্টা করি । যাতে করে একজন চাকুরি প্রাথী ব্যক্তি সহজভাবে তাহার চাহিদা কৃত নিউজ এর মাধ্যমে জব্স সাইটগুলো থেকে সংগ্রহ করে নিয়োগ পাওয়ার লক্ষ্যে অনলাইন বা অফলাইন প্রক্রিয়ায় আবেদন করতে পারে। তারপাশাপশি আমরা বিভিন্ন নিয়োগ পরীক্ষার সমাধানগুলো ও পোস্ট করে থাকি যাতে করে একটি পরীক্ষার্থী সে কি সঠিক ভাবে প্রশ্নগুলোর উত্তর দিতে পারে ন। /www.cga.gov.bd
পরীক্ষা সংক্রান্ত নির্দেশিকাঃ আপনি যাদি একজন ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলেও আপনি এখান থেকে জেনে নিতে পারবেন কিভাবে একজন প্রার্থী কোন পদ্বত্বি অবলম্বন করে নিয়োগ কার্যক্রম করতে পারে। এবং আপিন নিয়োগ পরীক্ষা উত্তীর্ণ হতে পারবেন। আজকে আমরা তা নিয়ে আলোচনা করছি। আপনি বা আপানার আমাদের ওয়েব সাইট ভালো করে ভিজিট করুন আর কীভােবে আপনাকে ইঙ্গিত করা হয়েছে সেই বিষয়ে খেয়াল করে বুঝে শুনে উত্তর দিন এবং সিদ্ধান্ত গ্রহন করুন । কি উপায়ে আপনি পরীক্ষার প্রশ্ন উত্তর প্রনয়ণ করলে আপনি সহজ ভাবে একটি সুন্দর উত্তরমালা উপহার দিয়ে চাকুরির সুযোগ পেতে পারেন। বিস্তারিত জানতে নিচের দেওয়ায় লিংক এ ক্লিক করুন……………………………………………………..
হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের এমসিকিউ পরীক্ষার সম্পন্ন সমাধান
পদের নাম: কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষার সময় ও তারিখ: ০৪ মার্চ ২০২২,সময়- ৬০ মিনিট পূর্ণমান- ১০০
১) ‘ প্রথম প্রশ্নের উত্তরটি দেখুনঃ “সকলের তরে সকলেই আমরা প্রত্যেকে আমরা পরের তরে – এর মূল অর্থ কোনটি?
উঃ সহমর্মিতা ব্যাখাঃ উদ্ধৃতাংশটি কামিনী রায় রচিত ‘পরার্থে’ কবিতার একটি অংশ । লাইনটি দ্বারা প্রকাশ পেয়েছে পারস্পরিক সহযােগিতা ও সহমর্মিতাই মানব জাতির সমাজ বন্ধনের ভিত্তি।
২।….. ছাড়া আধুনিক জীবনযাপন অসহব। উত্তরঃ বিদ্যুৎ ব্যাখ্যায় বিদ্যুৎ ছাড়া আধুনিক জীবনযাপনে ব্যবহৃত প্রায় সকল জিনিস অচল।
৩। সে যে কোথায় তা আমার জানা নাই’- কোন ধরনের বাক্য? উত্তরঃ জটিল ব্যাখ্যায় যে বাক্যে একটি প্রধান খন্ড বাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়, তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। যেমনঃ যেহেতু তুমি প্রথম হয়েছ, সেহেতু পুরস্কার তুমিই পাবে।
৪। কুসংস্কারঃ শিক্ষা হলে ব্যাধিঃ —উওরঃ চিকিৎসা
৫৷ “শীকর” শব্দের অর্থ কি? উত্তরঃ জলকণা ব্যাখাঃ “শীকর” শব্দের অর্থ জলকণা; জলবিন্দু।
৬। শুদ্ধ বানান কোনটি? উত্তরঃ ব্রিঞ্জ ব্যাখ্যায় ভুল বানানের সঠিক উত্তর হবে শূণ্য- শূন্য , পূণ্য-পুণ্য , ভূবন। -ভুবন ।
৭। সঠিক নয় কোনটি? নােটঃ ধরনি এর সঠিক বানান ধরণী যার অর্থ ধরিত্রী, ধরা, পৃথিবী। প্রানী বানানটিও ভুল আছে সঠিক হবে প্রাণী।
৮। চাঁদের হাট’ বাগধারাটির অর্থ কি?
উত্তরটি বিস্তারিত দেখুনঃ প্রিয়জন সমাগম
৯। কর্মে যাহার ক্লান্তি নাই” এই বাক্যাংশের সংক্ষিপ্তরূপ কি? উত্তরঃ অল্প কর্মী
১০। নিরানব্বইয়ের ধাক্কা’ বাগধারার অর্থ কি? উত্তরঃ সঞ্চয়ের প্রবৃত্তি
১১। রাবনের চিতা – উত্তরঃ রি অশান্তি
হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের এমসিকিউ পরীক্ষার সম্পন্ন সমাধান
১২। মধ্যপদলােপী কর্মধারয় সমাস কোনটি? উত্তরঃ সিংহ চিহ্নিত वामन ব্যাখা কর্মধারয় সমাসের ব্যাসবাক্যে মধ্যপদলােপ পেলে তাকে মধ্যপদলােপী কর্মধারয় সমাস বলে। এই সমাসে ব্যাসবাক্যের মধ্যপদ সমস্ত পদে থাকবে না। এতে পরপদের অর্থ প্রাধান্য পাবে। সিংহ চিহ্নহিত আসন বাক্যটি থেকে মাঝখানের ” চিহ্নিত ” শব্দটি লােপ পেলে হয় ” সিংহাসন ” যেহেতু মধ্যপদলােপ পেয়েছে , অতএব এটি মধ্যপদলােপী কর্মধারয় সমাস ।
১৩। চাঁদমুখ’ এর ব্যাস বাক্য হলাে – উত্তরঃ চাঁদ রূপ মুখ [রূপক কর্মধারয়]
১৪। বুদ্ধি খাটিয়ে কাজ কর কোন কারকে কোন বিভক্তি? উত্তরঃ করণে শূন্য
১৫। মুক্তিযুদ্ধভিক্তিক উপন্যাস কোনটি? http://cga.teletalk.com.bd/
উত্তরঃ জীবন ও রাজনৈতিক ব্যবস্থা ব্যাখাঃ জীবন ও রাজনৈতিক বাস্তবতা বাঙালি লেখক শহীদুল জহির রচিত বাংলা উপন্যাস। এটি ১৯৮৮ সালের ফেব্রুয়ারিতে মাওলা ব্রাদার্স থেকে প্রকাশিত জহিরের অভিষেক উপন্যাস। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে রচিত এটি একটি নাতিদীর্ঘ উপন্যাস।
১৬। জলোচ্ছাল’ উপন্যাসের রচয়িতা কে? উত্তরঃ সেলিনা হােসেন ব্যাখ্যায় জলােচ্ছাস (১৯৭৩) সেলিনা হােসেনের ১ম উপন্যাস ।
১৭। ‘বাবা’ কোন ভাষার অন্তর্গত শব্দ? উত্তরঃ তুর্কি
১৮। একুশে ফেব্রুয়ারির বিখ্যাত গানটির সুরকার কে? উত্তরঃ আলতাফ মাহমুদ ব্যাখ্যায়’ আমার ভাইয়ের রক্তে রাঙানাে একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।” এ গানের গীতিকার -আব্দুল গাফফার চৌধুরী। এ গানের ১ম সুরকার- আব্দুল লতিফ। গানটির বর্তমান সুরকার – আলতাফ মাহমুদ।
১৯। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কি? উত্তরঃ মীর মশাররফ হােসেন।
২০। চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়? উত্তরঃ ১৯০৭ ২১। what type of noun “freedom’ isTags Abstract nou ব্যাখাঃ Freedom অর্থ স্বাধীনতা যা ধরা ছোঁয়া যায়না। তাই Freedom একটি Abstract Noun.
21) The” Sundarban” is the south of the country.
উত্তরঃ to ব্যাখাঃ সুন্দরবন দেশের দক্ষিণ দিকে অবস্থিত যার এই অর্থে preposition হিসাবে to বসবে।
The fire __ to spread at 9:30 pm.
উত্তরঃ started ব্যাখ্যাঃ এখানে 9:30 pm দ্বারা অতীত নির্দেশক সময়কে বুঝাচ্ছে বিধায় Past Indefinite Tense হবে অর্থাৎ Verb এর Past Form হবে।
25 I wish you ___ the problem. wust could solve ব্যাখ্যা Sub+ Wish….Sub+ Could+ V এর base form Se What is the meaning of “a white lie?” tu! harmless He.
২৬। Scribble: Write হলে Stammer: /www.cga.gov.bd
উত্তরঃ speak ব্যাখা; এটা একটা Analogy এখানে দুই শব্দ জোড়ার সাদৃশ্য বের করতে হয়। এখানে Scribble অর্থ হিজিবিজি লেখা আর stammer অর্থ তােতলানাের মতাে কথা বলা।/www.cga.gov.bd
Answer Sheet PdfAnswer sheet pdf download