২০১৮ সালের পরীক্ষায় ‘C’ গ্রেড ‘D’ গ্রেড প্রাপ্ত পরীক্ষার্থীদের বিবিএ (অনার্স) ইন ট্যুরিজম ফরম পূরণের বিজ্ঞপ্তি
এতদ্বারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট পাঠদানকারী কলেজ/প্রতিষ্ঠানসমূহের অধ্যক্ষ/পরিচালক ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, ২০২০ সালের বিবিএ (অনার্স) ইন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট তৃতীয় বর্ষ ৫ম সেমিস্টার পরীক্ষার ফরম পূরণ নিম্নবর্ণিত তারিখ অনুযায়ী Online-এ সম্পন্ন করা হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচী পরবর্তীতে প্রকাশ করা হবে। উক্ত পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের এন্ট্রিকৃত বিবরণী ফরম ও পে-পি জমাদানের তারিখ, নিয়মাবলী ও শর্তাবলী নিম্নে প্রদত্ত হলােঃ ১। পরীক্ষার্থীর ডাটা এন্ট্রি, নিশ্চয়ন, বিবরণী ফরম পূরণ ও জমা করার তারিখঃ
ক) পরীক্ষার্থী কর্তৃক অনলাইনে ফরম পূরণের আবেদন করার তারিখ। ও ১৬/১১/২০২১ হতে ২৭/১১/২০২১ পর্যন্ত
খ) শিক্ষার্থী কর্তৃক প্রিন্টকৃত আবেদন ফরম কলেজে জমা দেয়ার শেষ তারিখ ও ২৮/১১/২০২১
গ) শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ন করার তারিখ (কলেজ কর্তৃক)। ৪ ২৯/১১/২০২১ পর্যন্ত ডাটা নিশ্চয়ন করা যাবে ঘ) সােনালী সেবার মাধ্যমে টাকা জমার তারিখ (কলেজ কর্তৃক)। ঃ ৩০/১১/২০২১ হতে ০১/১২/২০২১ পর্যন্ত। ঙ) Pay Slip, ফি বিবরণী, শিক্ষার্থী বিবরণী ও অন্যান্য কাগজপত্র সংশ্লিষ্ট শাখায় জমার তারিখ ঃ ০২/১২/২০২১ ২।
২০১৮ সালের পরীক্ষায় ‘C’ গ্রেড ‘D’ গ্রেড প্রাপ্ত পরীক্ষার্থীদের বিবিএ (অনার্স) ইন ট্যুরিজম ফরম পূরণের বিজ্ঞপ্তি
পরীক্ষার ফি (পরীক্ষার্থী প্রতি) :
ক) নিয়মিত পরীক্ষার্থী।এ ৩,০০০/খ) কেন্দ্র ফি ও ৫০০/বিঃদ্রঃ নির্ধারিত সময়ের মধ্যে সকল শিক্ষার্থীদের ফরম পূরণ করতে হবে এবং এর পরে কোন আবেদনই গৃহীত হবে না বা বিলম্ব ফি দিয়ে ফরম পূরণ করা যাবে না।
৩। পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে পারবে :
মানােন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং একবারের বেশি এন্ড হসপিটালিটি ২০১৬-২০১৭ মানােন্নয়ন পরীক্ষা দিতে পারবে না। তবে অনুপস্থিত (NA) বা অকৃতকার্য ম্যানেজমেন্ট ২০১৭-২০১৮ (=’ গ্রেড প্রাপ্ত) পরীক্ষার্থীরা সর্বোচ্চ ০২ বার পরীক্ষা দিতে পারবে। তৃতীয় বর্ষ ৫ম সেমিস্টার ২০১৫-২০১৬ [৩। ২০১৭ সালের পরীক্ষায় অনুপস্থিত (NA) বা অকৃতকার্য (‘F’গ্রেড প্রাপ্ত)
পরীক্ষার্থী ব্যতিত অন্য কেউ অংশগ্রহণ করতে পারবে না। পরবর্তীতে তাদের আর কোন মানােন্নয়ন পরীক্ষার সুযােগ থাকবে না।
৪। পরীক্ষা পদ্ধতি ও পাঠ্যসূচী : জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রণীত বিবিএ (অনার্স) ইন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্সের রেগুলেশন এবং পাঠ্যসূচী অনুযায়ী উপরিউক্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২০১৮ সালের পরীক্ষায় ‘C’ গ্রেড ‘D’ গ্রেড প্রাপ্ত পরীক্ষার্থীদের বিবিএ (অনার্স) ইন ট্যুরিজম ফরম পূরণের বিজ্ঞপ্তি
৫। অনলাইনে আবেদন ফরম পূরণ (শিক্ষার্থীদের জন্য) ঃ ক) আবেদনকারীকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd.info/thm) form Fill-up এ গিয়ে Apply to online
form Fill-up (For Student) লিংকে ক্লিক করে নিজের রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ও ওয়েবসাইটের নির্দেশনা অনুযায়ী নিজের ডাটা এন্ট্রি করতে হবে। ডাটা এন্ট্রির প্রক্রিয়া সম্পন্ন হলে, অনলাইন থেকে একটি পূরণকৃত আবেদন ফরম প্রিন্ট করে নিতে হবে।
http://app1.nu.edu.bd/