২০১৯ সালের অনার্স ৪র্থ বর্ষ মৌখিক/ ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, ২০১৯ সালের অনার্স ৪র্থ বর্ষ মৌখিক/ ব্যবহারিক পরীক্ষার আগামী -০১-০৩-২০২১ ইং তারিখ হইতে ৩১-০৩-২০২১ পযন্ত অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষা কেন্দ্রে তালিকা যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে প্রকাশ করা হবে। উল্লেখ্য যে মৌখিক/ ব্যবহারিক পরীক্ষার জন্য নিয়োগপ্রাপ্ত বহিঃপরীক্ষকগণ কোন কলেজ কেন্দ্রে পরীক্ষা নিবেন তা মোবাইলের ক্ষুদে বাতার মাধ্যমে জানানো হবে। মৌখিক/ব্যবহারিক পরীক্ষার নিয়োগপত্র বহিঃপরীক্ষকগণের স্ব স্ব TMIS Profile থেকে ডাউনলোড করার জন্য অনুরোধ করা হলো। একই সাথে সংশ্লিষ্ট কেন্দ্র কলেজের User Name, Password ব্যবহার করে বিষয় ওয়ারি বহিঃপরীক্ষকের তালিকা ডাউনলোড করে নিবেন। কোন ধরনের সমস্যার মুখোমুখি হলে dchp4.nu@gmail.com অত্র ই-মেইল ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
বিঃদ্রঃ মৌখিক/ ব্যবহারিক পরীক্ষার নম্বর ফদ এন্ট্রির ওয়েব সাইট http://www.nubd.info/204
নিদেশনাঃ শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ সরকারী সাধারণ বিশ্ববিদ্যালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর স্বারক নং ৩৭.০০.০০০০.০৭৯.৯৯.০৮২.০১.২৪৫ তারিখ ১০-১২-২০২০(কপি সংযুক্ত) মোতাবেক কোভিড-১৯ ভাইরাস সম্পকিত সরকারী নিদেশনা ও যথাযথ স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণমূলক মৌখিক/ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।
বিজ্ঞপ্তি দেখুন এবং pdf ডাউনলোড করুন