২০১৯ সালে অনুষ্ঠিত ফাযিল পরীক্ষার ফলাফলের ভিত্তিতে রাজস্ব খাতভুক্ত বৃত্তি প্রদান প্রসঙ্গে।
২০১৯ সালে অনুষ্ঠিত ফাযিল পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এবং শিক্ষামন্ত্রনালয়ের স্বারক নং ৩৭.০০.০০০০.০৭.০৮.০০১.০৫-১১২ তারিখ-০৪-০২-২০১৬ খ্রিঃ মোতাবেক রাজস্ব খাতভুক্ত বৃত্তির সংখ্যা /কোটা ও টাকার পরিমাণ পুনঃনিধারণ সংক্রান্ত আদেশর পরিপ্রেক্ষিতে নিম্নে উল্লেখিত শত মোতাবেক এবং বণিত সংখ্যা ও হারে বৃত্তি প্রদানের জন্য রেজিষ্ট্রার, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় ঢাকাকে নিদেশক্রমে অনুরোধ করছে।
নিম্নে বৃত্তির সংক্রান্ত বিভিন্ন উল্লেখ করা হলোঃ
পরীক্ষার নামঃ ফাযিল পরীক্ষা
বৃত্তির ধরণঃ ট্যালেন্টপুল ( মেধাবৃত্তি)
বৃত্তির সংখ্যাঃ ৭৫
মাসিক হারঃ ১০৫০ টাকা
বাৎসরিক/এককালীনঃ- ১৮০০ টাকা
মেয়াদ/সময়ঃ ০২ বছর
পরীক্ষার নামঃ ফাযিল পরীক্ষা
বৃত্তির ধরণঃ সাধারণ ( সাধারণ বৃত্তি)
বৃত্তির সংখ্যাঃ ৩০০
মাসিক হারঃ ৪৫০ টাকা
বাৎসরিক/এককালীনঃ- ৯০০ টাকা
মেয়াদ/সময়ঃ ০২ বছর
শিক্ষাথীদের বৃত্তির টাকা G2P পদ্ধতিতে অনলাইনে EFT এর মাধ্যমে সরাসরি শিক্ষাথীদের ব্যাংক হিসাবের মাধ্যমে প্রেরণ করা হবে।