কোভিড-১৯ পরিস্থিতিতে ২০২১ সনের এসএসসি পরীক্ষার পুনবিন্যাসকৃত পাঠ্যসূচি, হিসাব বিজ
বিষয়ঃ হিসাব বিজ্ঞান
অধ্যায়ঃ ১ম
হিসাব বিজ্ঞান পরিচিতি
পাঠ্যপুস্তকে উল্লেখিত শিখন ফলঃ
- হিসাব বিজ্ঞান ধারণা বর্ণনা করতে পারব।
- হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য বর্ণনা করতে পারব।
- হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারব।
- হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকশ ব্যাখা করতে পারব।
- হিসাব তথ্যের ব্যবহারকারীদের শনাক্ত করতে পারব।
- মূল্যবোধ ও জবাবদিহিতা সৃষ্টিতে হিসাববিজ্ঞানের ভূমিকা বিশ্লেষণ করতে পারব।
- সমাজ ও পরিবেশের সাথে হিসাব ব্যবস্থার সম্পর্ক ভূমিকা বিশ্লেষণ করতে পারব।
- দৈনন্দিন, ব্যক্তিগত, পারিবারিক ও প্রাতিষ্ঠানিক কর্মকান্ডের হিসাব রাখতে আগ্রহী হব।
বিষয়বস্তুঃ
- হিসাব বিজ্ঞানের ধারনা
- হিসাববিজ্ঞানের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা
- হিসাববিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ।
- হিসাব তথ্যের ব্যবহারকারী
- সমাজ ও পরিবেশের সাথে হিসাবব্যবস্থা সম্পর্ক
- মূল্যবোধ সৃষ্টিতে ও জবাবদিহি প্রক্রিয়ায় হিসাববিজ্ঞানের ভূমিকা
- জবাবদিহিতা হিসাব বিজ্ঞান
দ্বিতীয় অধ্যায়ঃ লেনদেন
পাঠ্যপুস্তকে উল্লেখিত শিখন ফলঃ
- লেনদেনে ধারনা ব্যাখ্যা করতে পারব।
- লেনদেনের প্রকৃতি শনাক্ত করতে পারব।
- হিসাব সমীকরণ ব্যবসায়িক লেনদেনের প্রভাব ব্যাখ্যা করতে পারব।
- ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেন র সমর্থনে প্রয়োজনীয় দলিলাদি যথাযথ ভাবে প্রস্তুত করতে পারব।
বিষয় বস্তুঃ
- লেনদেনের ধারণা
- লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য
- লেনদেন চিহ্নিত করণ
- হিসাব সমীকরণ
- ব্যবসায়িক লেনদেনের উৎস এবং এতদসংক্রান্ত দলিলপত্রাদি
হিসাব বিজ্ঞান সিলেবাস pdf ডাউনলোড করুন
অধ্যায় ও অধ্যায়ের শিরোনামঃ তৃতীয় অধ্যায়
দুতরফা দাখিলা পদ্বতি
পাঠ্যপুস্তুকে উল্লেখিত শিখনফল
- লেনদেনের দ্বৈত স্বত্বা নীতি ব্যাখ্যা করতে পারবে।
- দুতরফা দাখিলা পদ্ধতির ধারনা ও বৈশিষ্ট্য বর্ণনা করতে পারব।
- দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধাসমূহ ব্যাখ্যা কতে পারব।
- লেনদেনে জড়িত দুটি পক্ষ অর্থাৎ ডেবিট ও ক্রেডিট পক্ষ শনাক্ত/চিহ্নিত করতে পারব।
- হিসাবচক্রের বিভিন্ন ধাপ ব্যাখ্যা করতে পারব।
- লেনদেনের জন্য উপযুক্ত হিসাবের বই চিহ্নিত করতে পারব।
- একতরফা দাখিলার ধারনা নিয়ে ব্যবসায়ের মুনাফা নির্ণয় করতে পারব।
বিষয়বস্তুঃ
- দুতরফা দাখিলা পদ্ধতির ধারনা
- দুতরফা দাখিলা হিসাব পদ্ধতির মূলনীতির বা বৈশিষ্ট্য
- দুতরফা দাখিল পদ্ধতির সুবিধাসমূহ
- ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলি
- দুতরফা দাখিলা পদ্ধতিতে রক্ষিত হিসাবের বই
- হিসাব চক্র
- হিসাবের ধারাবাহিকতা রক্ষা পদ্ধতি
- একতরফা দাখিলা পদ্ধতি
চতুর্থ অধ্যায়ঃ মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন
পাঠ্যপুস্তুকে উল্লেখিত শিখনফল
- মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের ধারণা বর্ণনা করতে পারবে।
- মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের পার্থক্য নিরূপণ করতে পারব।
- মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের পার্থক্য করণের প্রয়োজনীয়তা বুঝতে পারব।
- লাভ-ক্ষতি পরিমাণ এবং আর্থিক বিবরণী প্রস্তুতকালে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনসমূহ যথাযথভাবে প্রয়োগ করতে পারব।
বিষয়বস্তুঃ
- মূলধন ও মুনফা জাতীয় লেনদেনের ধারণা।
- মূলধন জাতীয় প্রাপ্তি ও আয়
- মূলধন জাতীয় প্রদান/ব্যয়
- মূলধন ও মুনাফা জাতীয় লেদেন পার্থক্য করনের প্রয়োজনীয়তা
- মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের প্রভাব।
- বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়।
- মূলধন ও মুনাফা জাতীয় হিসাবের তালিকা।