২০২১ সালের এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য চতুর্থ সপ্তাহ অ্যাসাইনমেন্ট
কোভিড-১৯ অতিমারির পরিস্থিতির কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক 2021সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য অন্য বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে প্রণীত অ্যাসাইনমেন্ট সমূহের মধ্যে ৪র্থ সপ্তাহের জন্য নির্ধারিত গেইটসহ পাঠ্যসূচি অনুযায়ী। বিতরণকৃত অ্যাসাইনমেন্ট সকল শিক্ষার্থীদের পাঠদান ও গ্রহণের ক্ষেত্রে সরকার কর্তৃক ঘোষিত স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সকলকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে দায়িত্ব প্রদানের জন্য নির্দেশনা প্রদান করা হয়।
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বিশ্বের চতুর্থ সপ্তাহের ৩নং অ্যাসাইনমেন্ট নিম্নে বিস্তারিত আলোচনা করে তুলে ধরলাম। দ্বিতীয় অধ্যায় বিশ্বসভ্যতা মিশর সিন্ধু গ্রিক, রুম, শিক্ষার্থীরা পড়ার পর অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন গুলোর উত্তর যথাযথ ভাবে করতে পারবে।
অ্যাসাইনমেন্ট এর শিরোনামঃ গ্রিক সভ্যতা রোমান সভ্যতার তুলনামূলক চিত্র উপস্থাপক বিশ্ব সভ্যতার অগ্রগতিতে উভয় সভ্যতার অবদান মূল্যায়ন।
- শিখনফল/ বিষয়বস্তুঃ ভৌগলিক অবস্থান ও সময়কালে বর্ণনা পূর্ব গ্রীক সভ্যতার উদ্ভব এর পটভূমি বর্ণনা করতে পারবে, বিশ্ব সভ্যতার অগ্রগতিতে গ্রীক সভ্যতার শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, দর্শন ও বিজ্ঞানের অবদান বর্ণনা করতে পারবে,
- ভৌগলিক অবস্থান ও সমকাল উল্লেখপূর্বক প্রাচীন রোমান সভ্যতা বর্ণনা করতে পারবে,
- শিক্ষা, সাহিত্য, লিখন পদ্ধতি বিকাশে প্রাচীন রোমান সভ্যতা অবদান ব্যাখ্যা করতে পারবে
নির্দেশনা/ সংকেত/ পরিধি/ ধাপঃ
- গ্রিক সভ্যতা ও রোমান সভ্যতার পটভূমি ব্যাখ্যা
- ভৌগলিক অবস্থান ও সময়কালে সাদৃশ্য/ সাদৃশ্য-বৈসাদৃশ্য উপস্থাপন
- শিক্ষা, সাহিত্য ও গ্রিক ও রোমান সভ্যতার তুলনামূলক বৈশিষ্ট্য উপস্থাপন
- স্থাপত্য, ভাস্কর্য, বিজ্ঞানে সভ্যতা উপস্থাপন
নির্দেশকঃ
- ক) পটভূমি ব্যাখ্যা
- খ) ভৌগলিক অবস্থান ও সময়কালে সাদৃশ্য-বৈসাদৃশ্য উপস্থাপন
- গ) শিক্ষা, সাহিত্য, দর্শন এর তুলনামূলক বৈশিষ্ট্য
- ঘ) স্থাপত্য ভাস্কর্য সম্পর্কে বৈশিষ্ট্য ব্যাখ্যা
২০২১ সালের এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য চতুর্থ সপ্তাহ অ্যাসাইনমেন্ট
পদার্থ বিজ্ঞান বিষয়ে এসাইনমেন্ট এবং বাড়ির কাজ নিম্নে উপস্থাপন করা হলোঃ
- অধ্যায় দ্বিতীয়ঃ গতি,
- অধ্যায়-৪ঃ কাজ, ক্ষমতা ও শক্তি
অ্যাসাইনমেন্ট এর শিরোনামঃ
- শক্তির রূপান্তর- 75 কেজি একটি পাথর 40 মিটার উঁচু থেকে ছেড়ে দেয়া হলো।
- ক) 40 মিটার উচ্চতায় বস্তুর মোট শক্তি কত?
- খ) 40 মিটার উচ্চতায় বস্তু টি কি কি রূপে রয়েছে ব্যাখ্যা করো।
- গ) বস্তুটি মুক্তভাবে পড়তে থাকলে প্রতি 10 মিটার পর পর বস্তুটির গতিশক্তি ও সমবিভব পার্থক্য শক্তি পরিবর্তনে লেখচিত্র অঙ্কন করে শক্তির পরিবর্তন ব্যাখ্যা করো।
- ঘ) লেখচিত্র থেকে কোন উচ্চতা বস্তুটির বিভক্তি শক্তি ও গতিশক্তি সমান দেখাও এবং সেটা মোট উচ্চতা কত অংশ দেখাও।
শিখনফল/ বিষয়বস্তুঃ
- বাধাহীন মুক্তভাবে পড়ন্ত বস্তুর গতি ব্যাখ্যা করতে পারব।
- গতিশক্তি ও বিভক্তির ব্যাখ্যা করতে পারবে
নির্দেশনা/ সংকেত/ ধাপ পরিধিঃ
- পাঠ্যবইয়ে 47 বর্ণিত অংশগ্রহণ করতে হবে।
- পাঠ্য বইয়ের 100-108 পৃষ্ঠায় বর্ণিত অংশ অনুসরণ করতে হবে।
নির্দেশকঃ
- ক) 40 মিটার উচ্চতার বস্তুটির মোট শক্তি
- খ) 40 মিটার উচ্চতার বস্তুটির মোট শক্তি কোন কোন শক্তি রূপে আছে তার ব্যাখ্যা
- গ) লেখচিত্র অঙ্কন করে শক্তির পরিবর্তন ব্যাখ্যা
- ঘ) উচ্চতা বস্তুটির গতিশক্তি সমান দেখাও এবং সেটা মোট উচ্চতা কত অংশ।
৪র্থ সপ্তাহের এ্যাসাইনমেন্ট পিডিএফ ডাউনলোড