২০২২ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের চাহিদা অনলাইনে দাখিল প্রসঙ্গে
উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে আপনাদের জানানো যাচ্ছে যে, ২০২২ সালের শিক্ষাবষের পাঠ্যপুস্তুকের চাহিদা শিক্ষা প্রতিষ্ঠান হতে ম্যানুয়াল পদ্বতিতে সংগ্রহ পূবক অনলাইনে দাখিলের কাযক্রম ১৫/০২/২০২১ তারিখে থেকে ০১-০৩-২০২১ পযন্ত চলমান থাকবে। চাহিদা ইনপুট সংক্রান্ত ব্যবহার নিদেশিকা ( ইউজার ম্যানুয়াল) ও ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। চাহিদা ইনপুট সংক্রান্ত কোন ধরনের সমস্যা হলে সফটওয়ার এর জরুরি যোগাযোগ লিংক এ ক্লিক করে আপনার জেলার জন্য দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট এনসিটিবির সহায়তাকারীর সহায়তা নেওয়ার অনুরোধ করা হলো। উক্ত সময়ের মধ্যে পাঠ্যপুস্তুকের চাহিদা http://www.textbook.gov.bd/brs ঠিকানায় প্রবেশ করে ইনপুট দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকল জেলা/উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কমকতাগণকে অনুরোধ করা হলো।
স্বারক নং/পত্র নং- 37.06.0000.303.07.002.21.476 তারিখঃ 03/02/2021
শিক্ষা, চাকুরি, ব্যাংকে চাকুরি, এনজিওতে চাকুরি ও সকল প্রকার নিয়োগ পরীক্ষার ফলাফল ও পরীক্ষার সময়সূচি জানতে নিয়মিত নীলপাতা ডট কমের ওয়েব সাইট এ ভিজিট করুন। ধন্যবাদ
বিজ্ঞপ্তি দেখুন এবং pdf ডাউনলোড করুন