২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ২০ জানুয়ারী ভিতর ভর্তির তথ্যছক প্রেরণ প্রসঙ্গে
২০২২ শিক্ষাবর্ষে এবতেদায়ী ১ম শ্রেণি ও দাখিল ৬ষ্ঠ শ্রেণিসহ অন্যান্য শ্রেণিতে নতুন শিক্ষার্থী ভর্তির তথ্যছক প্রেরণ প্রসঙ্গে
উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানাে যাচ্ছে যে, দেশের মাদ্রাসাসমূহে প্রতিবছর শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা খাতে সরকারের প্রচুর অর্থ ব্যয় হয়। কিন্তু অনেক মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা সন্তোষজনক নয়। জনবল কাঠামাে ও এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষার্থী নিশ্চিত করার লক্ষ্যে আসন্ন ২০২২ শিক্ষাবর্ষে নতুন শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধির জন্য মাঠ প্রশাসনের সহায়তায় সকল মাদ্রাসা কর্তৃপক্ষের জোর তৎপরতা ও বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করা প্রয়ােজন। এমতাবস্থায় ২০২২ শিক্ষাবর্ষে এবতেদায়ী ১ম শ্রেণি ও দাখিল ষষ্ঠ শ্রেণিসহ অন্যান্য শ্রেণিতে নতুন শিক্ষার্থীর ভর্তি সংক্রান্ত তথ্যাদি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল মাদ্রাসা থেকে উপজেলা/থানাভিত্তিক সংগ্রহপূর্বক আগামী ২০/০১/২০২২ তারিখের মধ্যে নিম্নোক্ত ছক মােতাবেক Excel শিটে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ziaulahsan0000@gmail.com ই-মেইলে প্রেরণের জন্য অনুরােধ করা হলাে।
২০২২ শিক্ষাবর্ষে এবতেদায়ী ১ম শ্রেণি ও দাখিল ৬ষ্ঠ শ্রেণিসহ অন্যান্য শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীর তথ্যছক উপজেলা/ মাদ্রাসার নাম, | ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা বিষয়টি অতীব জরুরী
সদয় অবগতি জ্ঞার্থে জানানো হয়ছে
২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ২০ জানুয়ারী ভিতর ভর্তির তথ্যছক প্রেরণ প্রসঙ্গে
জেলা শিক্ষা অফিসার ….. (সকল)
কে, এম রুহুল আমীন। মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর
০১ অগ্রহায়ণ ১৪২৮ তারিখ: ১৪ নভেম্বর ২০২১
স্মারক নম্বর: ৫৭.২৫.০০০০.০০৭.০৭.০০১.২০-১৭8 সদয় জ্ঞাতার্থে ও প্রয়ােজনীয় কার্যার্থে: ১। সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা। ২। বিভাগীয় কমিশনার ….. (সকল) ৩। জেলা প্রশাসক ….. (সকল) ৪| উপজেলা নির্বাহী অফিসার ….. (সকল) ৫। অধ্যক্ষ, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা/সরকারি আলিয়া । | মাদ্রাসা, সিলেট/সরকারি মােস্তফাবিয়া আলিয়া মাদ্রাসা, বগুড়া। ৬। উপ-পরিচালক, মাউশি ….. (সকল)। ৭৷ উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসার ….. (সকল) ৮। সভাপতি/অধ্যক্ষ/সুপার/এবতেদায়ী প্রধান ….. (সকল মাদ্রাসা) ৯। মহাপরিচালক মহােদয়ের ব্যক্তিগত সহকারী, মাশিঅ, ঢাকা।
২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ২০ জানুয়ারী ভিতর ভর্তির তথ্যছক প্রেরণ প্রসঙ্গে
২০২২ শিক্ষাবর্ষে সকল মাদ্রাসায় নতুন শিক্ষার্থী ভর্তি বৃদ্ধিকরণ ও তথ্যাদি জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে প্রেরণ নিশ্চিত করার জন্য। অনুরােধ করা হলাে। ১১|2012 মােঃ জিয়াউল আহসান পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর
ফোন: ৪১০৩০১৯২ ziaulahsan0000@gmail.com