২০২২ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট (ষষ্ঠ সপ্তাহ) বিতরণ সংক্রান্ত
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, কোভিট ১৯ মহামারির কারনে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড( এনসিটিবি) কর্তৃক প্রণয়নকৃত ২০২২ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য পুনঃবিন্যাসকৃত পাঠ্যসুচির আলোকে নির্ধারিত গ্রিড অনুযায়ী ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিতরণ করা হলো। বিতরণকৃত অ্যাসাইনমেন্ট সকল শিক্ষার্থীদের প্রধান ও গ্রহণের ক্ষেত্রে স্বাস্থবিধি সংক্রান্ত বিধি নিষেধ যথাযথভাবে অণুসরণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অণুরোধ করা হলো।

ইসলাম ও নৈতিক শিক্ষা
অ্যাসাইনমেন্ট নম্বর -১
প্রথম অধ্যায়ঃ আকাইদ ও নৈতিক জীবন
অ্যাসাইনমেন্টঃ
সৎকর্মশীল ও নৈতিক জীবন গঠনে আখিরাতে বিশ্বাসের ভূমিকা বিশ্লেষণ করে একটি প্রতিবেতন প্রণয়ন।
শিখনফল/বিষয়বস্তঃ
নৈতিক জীবন গঠনে আখিরাতে বিশ্বাসের তাৎপর্য বিশ্লেষণ করতে পারবে।
আখিরাতে বিশ্বাস ও এর তাৎপর্য অনুধাবন করে পাপমুক্ত, সৎকর্মশীল, নীতিবান, মানবহিতৈষী ব্যাক্তি হিসাবে জীবন গঠনে অনুপ্রাণিত হবে।
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধিঃ
আখিরাতের ধারণা আখিরাতে বিশ্বাসের প্রয়োজনীয়তা আখিরাতে বিশ্বাসীদের করণীয় আখিরাতের বিশ্বাসের প্রভাব
নির্দেশকঃ
আখিরাত ধারণা, আখিরাত বিশ্বাস এর প্রয়োজনীয়তা, আখিরাতে বিশ্বাস এর করনীয়, আখিরাতে বিশ্বাস সমাজ জীবনে প্রভাব( মৃত্যু, কবর, হাশর, জান্নাত, জাহান্নাম ।
২০২২ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট (ষষ্ঠ সপ্তাহ) বিতরণ সংক্রান্ত
বিষয়ঃ হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা
অ্যাসাইনমেন্ট এর শিরোনামঃ সিম একটি ধর্মীয় অনুষ্ঠানে সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন সমাজকর্ম ও শ্রীরামচন্দ্র সম্পর্কে আলোচনা শুনছিল। উল্লেখিত ধর্মীয় আলোচনার বিষয়বস্তু একটি নিবন্ধ রচনা।
হিন্দু ধর্মের উৎপত্তি ও ক্রমবিকাশ বর্ণনা করতে পারবে।
একেশ্বরবাদের ধারণা ব্যাখ্যা করতে পারবে।
অবতারবাদের ধারণা ব্যাখ্যা করতে পারবে।
চুতরাশ্রেমের ধারণা ব্যাখা করতে পারবে।
ধর্মবোধ উদ্ধুদ্ধ হবে।
নির্দেশনা/ সংকেত/ ধাপ/ পরিধিঃ
হিন্দু ধর্মের উৎপত্তি ও ক্রমবিকাশ এর ধারণা
হিন্দু ধর্মের বিশ্বোসের গুরুত্ব
একেশ্বরবাদের ব্যাখা
চুতরাশ্রেমের বর্ণনা
শিক্ষক ও বযোজোষ্ঠতা
পাঠ্যবই
নির্দেশকঃ
হিন্দু ধর্মের উৎপত্তি ও ক্রমবিকাশ এর ধারণা
হিন্দু ধর্মের বিশ্বোসের তাৎপর্য
একেশ্বরবাদের ব্যাখা
অবতারবাদের তাৎপর্য
চুতরাশ্রেমের গুরুত্ব
২০২২ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট (ষষ্ঠ সপ্তাহ) বিতরণ সংক্রান্ত
২০২২ সালের এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের জন্য পিডিএফ অ্যাসাইনমেন্ট ডাউনলোড
বিষয়ঃ হিসাববিজ্ঞান
এসাইনমেন্ট এর শিরোনামঃ লেনদেন এর বৈশিষ্ট্য অনুযায়ী লেনদেন চিহ্নিতকরণ ও হিসাব সমীকরণ এর প্রভাব নিরূপণ।
শিখনফল /বিষয়বস্তুঃ
লেনদেনের ধারণা ব্যাখ্যা করতে পারবে।লেনদেনের প্রকৃতি শনাক্ত করতে পারবে। হিসাব সমীকরণ বিশ্লেষণ করতে পারবে। হিসাব সমীকরণের ব্যবসায়িক লেনদেনের প্রভাব ব্যাখ্যা করতে পারবে।
নির্দেশনা সংকেত/ ধাপ/পরিধি
লেনদেনের ধারণা। লেনদেনের প্রকৃতি / বৈশিষ্ট্য। লেনদেন চিহ্নিতকরণ/ হিসাব সমীকরণ/ হিসাব সমীকরণের লেনদেনের প্রভাব বিশ্লেষণ/
নির্দেশক
উদাহরণসহ লেনদেনের ধরন ব্যাখ্যা। লেনদেনের প্রকৃতি বৈশিষ্ট্য ব্যাখ্যা। সংযুক্ত ঘটনাসমূহ থেকে লেনদেন চিহ্নিত করে আধুনিক পদ্ধতিতে কারণ ব্যাখ্যা।হিসাব সমীকরণ ব্যাখ্যা। বিবরণী চকে সংযুক্ত মে ১,৩, ৪ও২৮ তারিখের লেনদেন দিয়ে সমীকরণের প্রভাব দেখাও।
বিষয়ঃরসায়ন
অ্যাসাইনমেন্ট এর শিরোনামঃ রাসায়নিক গুদাম থেকে প্রায় দুর্ঘটনার কথা শোনা যায়। এ ধরনের দুর্ঘটনা ঘটে সাধারণত আগুনের সংস্পর্শে রাসায়নিক দ্রব্যটি আসার কারণে। রাসায়নিক দ্রব্যটির যথাযথভাবে সংরক্ষণ না করার কারণে এ ধরনের দুর্ঘটনায় জনমালের প্রচুর ক্ষতি হয়। আমরা যখন পরীক্ষাগারে বিভিন্ন রাসায়নিক দ্রব্য নিয়ে কাজ করি তখনো এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ প্রেক্ষিতে তোমার বিদ্যালয়ের ল্যাবরেটরীকে নিরাপদ রাখা এবং দুর্ঘটনা রোধ করার উপায় সংক্রান্ত একটি পরিকল্পনা প্রণয়ন করো।
শিখনফল / বিষয়বস্তু
রসায়ন পাঠের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে।প্রকৃতি ও বাস্তব জীবনের ঘটনাবলির রসায়নের দৃষ্টিতে ব্যাখ্যা করতে আগ্রহ প্রদর্শন করব।
নির্দেশনা / সংকেত
ল্যাবরেটরীতে নিরাপদ উপকরণের বর্ণনা।রাসায়নিক দ্রব্যের বিভিন্ন সাংকেতিক চিহ্নের ব্যাখ্যা। ল্যাবরেটরির রাসায়নিক দ্রব্যকে নিরাপদ উপাযয়ে সাজানোর ধারণা ব্যাখ্যা। রাসায়নিক দুর্ঘটনা রোধ করার উপায় বর্ণনা। পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়ের আলোকে প্রতিবেদন লিখে।
নির্দেশক
ল্যাবরেটরীতে নিরাপদ উপকরণ এর বর্ণনা।রাসায়নিক দ্রব্যের বিভিন্ন সাংকেতিক চিহ্নের ব্যাখ্যা। ল্যাবরেটরির রাসায়নিক দ্রব্যকে সাজানোর ধারণা ব্যাখ্যা। রাসায়নিক দুর্ঘটনা রোধ করার উপায় বর্ণনা।
বিষয়ঃবাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
অ্যাসাইনমেন্ট এর শিরোনামঃ তোমার দেখা কোন ঐতিহাসিক নিদর্শন (যেমনঃ প্রাচীন মসজিদ /মন্দির জমিদারবাড়ি,মুদ্রা শিলালিপি ইত্যাদি।) ইতিহাসের কোন ধরনের উপাদান বিশ্লেষণ পূর্বক ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা মূল্যায়ন করো।
শিখনফল/বিষয়বস্তুঃইতিহাস ও ঐতিহ্যের ধারণা স্বরূপ পরিসর ব্যাখ্যা করতে পারব; ঐতিহাসিক উপাদান ও প্রকারভেদ বর্ণনা করতে পারব; ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করতে পারব।
নির্দেশনা /(সংকেত/ ধাপ/ পরিধি)
১।ইতিহাস ও ঐতিহ্যের ব্যাখ্যা;
২। ইতিহাস রচনার উপকরণসমূহ( লিখিত অলিখিত সাহিত্যিক প্রত্নতান্ত্রিক প্রভৃতি) লিপিবদ্ধ করা;
৩।ইতিহাসের গুরুত্ব বর্ণনা করা।
৪। বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে ইতিহাস চর্চার প্রয়োজনীয়তা উল্লেখ করা।
নির্দেশক
ইতিহাস ও ঐতিহ্যের ব্যাখ্যা। ইতিহাসের উপকরণ উল্লেখ। ইতিহাসের গুরুত্ব। ইতিহাসের প্রয়োজনীয়তা।