২০২২ সালের ৮ম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন e-SIF পূরণ
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের আওতাধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সকলের অবগতি এবং জ্ঞার্থে জানানো যাচ্ছে যে, অত্র বাের্ডের আওতাধীন সকল মাদ্রাসা প্রধান ও সংশ্লিষ্ট সকলের অবগতি ও প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দাখিল স্তরের ৮ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পর্কিত নিয়মাবলি নিম্নে দেয়া হলাে।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ রয়েছে যে, ২০২২ সালে দাখিল স্তরের ৮ম শ্রেণিতে অধ্যয়নরত সব শিক্ষার্থীদের জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার রেজিস্ট্রেশন e-SIF (Electronic Student Information Form) পদ্ধতিতে সম্পন্ন করা হবে। নতুন দাখিল স্তরের ৯ম শ্রেণির পাঠদান অনুমতি প্রাপ্ত মাদ্রাসা প্রধানগণ বাের্ডে আবেদন করে পাসওয়ার্ড সংগ্রহ করবেন।
বাের্ড কর্তৃক দাখিল স্তরের ৯ম শ্রেণির পাঠদান অনুমতিবিহীন মাদ্রাসাসমূহ দাখিল স্তরের ৮ম শ্রেণির রেজিস্ট্রেশন করতে পারবে না। শিক্ষার্থীদের টটলিস্ট প্রস্তুত করার সময় ও সংরক্ষণ (সংযুক্ত নমুনা ছক অনুযায়ী)
ক) শিক্ষার্থীবৃন্দের শিক্ষা জীবনের সকল তথ্যের মূল ভিত্তি হলাে জেডিসি/জেএসসি রেজিস্ট্রেশন। এখানে যেভাবে তার নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখসহ ইত্যাদি তথ্য এন্ট্রি করা হবে পরবর্তীতে দাখিল/এস.এস.সি./আলিম/এইচ.এস.সি, এবং যাহা উচ্চতর শিক্ষার ক্ষেত্রে এই সম্পন্ন তথ্য অপরিবর্তিত এবং বহাল থাকবে।
২০২২ সালের ৮ম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন e-SIF পূরণ
সুতরাং একজন ছাত্রের জেডিসি রেজিস্ট্রেশনে শিক্ষার্থীর সঠিক ও নির্ভুল তথ্য এন্ট্রি নিশ্চিত করতে হবে। সাধারণতঃ মাদ্রাসার ভর্তি রেজিস্ট্রারসহ অন্যান্য সকল ক্ষেত্রেই শিক্ষার্থীদের বাংলা নাম ব্যবহার করা হলেও অনলাইন রেজিস্ট্রেশনে সকল তথ্য ইংরেজিতে পূরণ করাসহ ডাটা এন্ট্রি বাধ্যতামূলক; সুতরাং শিক্ষার্থীদের টটলিস্ট প্রস্তুতের সময় অবশ্যই ছাত্র-ছাত্রীদের পিতা-মাতা ও অভিভাবকবৃন্দের নিকট থেকে নামের সঠিক ইংরেজি বানান নিশ্চিত হয়ে টটলিস্ট প্রস্তুত করতে হবে।
কেননা একই পিতা-মাতার অন্যান্য সন্তানের শিক্ষা সনদে ব্যবহৃত ইংরেজি নামের সংগে মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীর সনদের নামের ভুল থাকলে তার দায়-দায়িত্ব মাদ্রাসা প্রধানকে বহন করতে হবে। সুতরাং ভবিষ্যতে এ ধরণের জটিলতা এড়ানাের লক্ষ্যে অভিভাবকদের সহায়তায় একটি টটলিস্ট প্রস্তুত করে নির্ভুলভাবে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার জন্য সকল মাদ্রাসা প্রধানকে অনুরােধ করা যাচ্ছে।
রেজিস্ট্রেশন ফি জমাদান সংক্রান্ত নিয়মাবলী ১. ফি জমাদান ও e-SIF Submission এর তারিখ ক্রমিক বিষয়।
ক) বিলম্ব ফি ছাড়া (ওয়েবসাইট থেকে প্রাপ্ত T.T. Slip অনুযায়ী) ফি জমা দেয়ার তারিখ আগামী ০৩/০৪/২০২২ থেকে ৩১/০৫/২০২২ এর মধ্যে সম্পন্ন করতে হবে।
খ) বিলম্ব ফি সহ (ওয়েবসাইট থেকে প্রাপ্ত T.T. Slip অনুযায়ী) ফি জমা দেয়ার তারিখ। ০১/০৬/২০২২ থেকে ২৩/০৬/২০২২ পর্যন্ত। T.T. জমা করার ২৪ থেকে ৪৮ ঘন্টা পর টটলিস্ট অনুযায়ী ছবিসহ শিক্ষার্থীদের e-SIF (Electronic| e-SIF পূরণ student Information Form) Submission (On Line এ জমাদান)/ এন্ট্রি শুরু করা যাবে। ও Submission (নির্ধারিত তারিখের পর e-SIF Submission সংক্রান্ত কোন আবেদন গ্রহন করা হবে না)।
২০২২ সালের ৮ম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন e-SIF পূরণ
এ বিষয়ে চুড়ান্ত সাবমিট করার সর্বশেষ তারিখ কোন সমস্যা হলে T.T. কত সােনালী ব্যাংক এর সাথে যােগাযােগ করে আপনি সােনালী ব্যাংক বি,এম,ই,বি শাখার ৩০/০৬/২০২২ পর্যন্ত মাধ্যমে সমস্যা সমাধানের প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরােধ করা হলাে।