৪১তম বিসিএস প্রিলি প্রস্তুতিমূলক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
(বাংলাদেশ বিষয়বলিঃ
বাংলাদেশের জাতীয় অর্জন, ব্যক্তিত্ব, প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহ, জাতীয় পুরস্কার ,বাংলাদেশের চলচ্চিত্র,গণমাধ্যম সংশ্লিষ্ট বিষয়,বাংলাদেশের খেলাধুলা
বাংলাদেশের জাতীয় অর্জন
১) জাতীয় স্বাস্থ্য নীতিমালা কত সালে প্রণয়ন করা হয?
ক) ২০১১√ খ) ২০১২ গ) ২০১৩ ঘ) ২০১০
২) পাটের জিনোম সিকুয়েন্সং আবিষ্কার করেন কে?
ক) ড. মাকসুদুল আলম√ খ) ড. মোবারক হোসেন
গ) ড. শাহ আলম ঘ) ড. মাহমুদ হাসান
৩) বাংলাদেশের পক্ষে এ পর্যন্ত কয়জন এভারেস্ট জয় করেন?
ক)৪√ খ) ৫ গ)৬ ঘ) ৩
৪) বাংলাদেশের পক্ষে সর্বশেষ এভারেস্ট জয় করেন কে?
ক) এ. এম মুহিত খ) নিশাত মজুমদার
গ) মুসা ইব্রাহিম ঘ) ওয়াসফিয়া নাজনীন √
৫ ) সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা করে কোন সংস্থা?
ক) UNESCO√ খ)UN
গ) UNEP ঘ) Commonwealth
৬) বাংলাদেশ জাতিসংঘের কততম সাধারণ পরিষদের অধিবেশনে সদস্য লাভ করে?
ক)২৮ খ) ২৯ √ গ) ৩৬ ঘ) ৩০
৭) বাংলাদেশ কোন সংস্থার ১ম সদস্যপদ লাভ করেন?
ক) UNESCO খ)UN
গ) UNEP ঘ) Commonwealth√
৮) কোন সম্মেলনে BD IOC এর সদস্যপদ লাভ করে?
ক)২ √ খ) ৪ গ) ৬ ঘ) ৩
৯) আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
ক) ফার্মগেট,ঢাকা খ) মহাখালী,ঢাকা √
গ) গুলশান,ঢাকা ঘ) সাভার, ঢাকা
১০) CIRDAP কত সালে প্রতিষ্ঠিত?
ক) ১০ এপ্রিল,১৯৮৭ খ) ৮ এপ্রিল,১৯৮৭√
গ) ৮ এপ্রিল,১৯৮৮ ঘ) ৯ এপ্রিল,১৯৮৭
১১) Bangladesh Commonwealth এর সদস্যপদ লাভ কত সালে?
ক) ১০ এপ্রিল,১৯৭২ খ) ১৮ এপ্রিল,১৯৭২√
গ) ১৬ এপ্রিল,১৯৭২ ঘ) ১৭ এপ্রিল,১৯৭২
১২) ফারাক্কা বাঁধ চালু কবে?
ক) ১৯৭৫√ খ) ১৯৭২ গ) ১৯৭৩ ঘ) ১৯৭৬
১৩। Bangladesh IMF এর সদস্যপদ লাভ কত সালে?
ক) ১০ জুন,১৯৭২ খ) ১৮ জুলাই ,১৯৭২
গ) ১৬ জুন,১৯৭২ ঘ) ১৭ জুন ,১৯৭২√
১৪) BD NAM এর সদস্যপদ লাভ কত সালে?
ক) ৭সেপ্টেম্বর ,১৯৭৩ খ) ৮ সেপ্টেম্বর ,১৯৭২
গ) ৬ সেপ্টেম্বর ,১৯৭৩ ঘ) ৫ সেপ্টেম্বর ,১৯৭৩√
১৫) BD IOC এর সদস্যপদ লাভ কত সালে?
ক) মার্চ ,১৯৭৩ খ) মে ,১৯৭২
গ) সেপ্টেম্বর ,১৯৭৩ ঘ) ফেব্রুয়ারি ,১৯৭৪√
১৬) বাংলাদেশে 4G চালু হয়-
ক) ২০ ফেব্রুয়ারি ,২০১৭ খ) ১৯ ফেব্রুয়ারি ,২০১৯
গ) ১৯ ফেব্রুয়ারি ২০১৮√ ঘ) ২০ ফেব্রুয়ারি ,২০১৮
১৭) বাংলাদেশ- ভারত মৈত্রী ভবন অবস্থিত – রাজশাহীতে।
ক) রংপুর খ) রাজশাহীতে√
গ) ময়মনসিংহ ঘ)ঘ) ঢাকা
১৮) পরিত্যক্ত পলিথিন থেকে জ্বালানি তেল উৎপাদন পদ্ধতির উদ্ভাবক
ক) মোবারক হোসেন
খ) তৌহিদুল ইসলাম√
গ) মাকসুদুল হক
ঘ) দিম্পকর তালুকদার
১৯) বাংলাদেশ বিশ্বের কততম দেশ হিসেবে e-passport যুগে যাত্রা শুরু করে
ক) ১২৯ তম খ) ১১৯ তম√
গ) ১১১ তম ঘ) ১২০ তম
২০) পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে কটি পণ্যে?
ক) ১৯টি√ খ) ১২টি গ) ১৪টি ঘ) ১৩টি
২১) বদ্বীপ পরিকল্পনা” এর বৃহৎ পরিসরে মোট লক্ষ্য–
ক) ৫টি খ) ২টি গ) ৪টি ঘ) ৩টি√
নোটঃ ২০৩০ সালের মধ্যে চরম দারিদ্র্যতা দূর করা; ২০৩০ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নীত। এবং ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ দেশের মর্যাদা অর্জন
বদ্বীপ – পরিকল্পনা ২১০০” প্রণয়ন করেছে– পরিকল্পনা কমিশনের অর্থনীতি বিভাগ।
২২) বদ্বীপ পরিকল্পনা” এর মেয়াদ–
ক) ১১০ বছর খ) ১২০ বছর
গ) ১৩০ বছর ঘ) ১০০ বছর√
২৩) বাংলাদেশ -ভারত ছিটমহল বিনিময় চুক্তি কার্যকর হয় কবে?
ক) ১ আগস্ট, ২০১৫√
খ) ২ আগস্ট, ২০১৬
গ) ৩ আগস্ট, ২০১৫
ঘ) ৪ আগস্ট, ২০১৫
বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ভান্ডার
১) দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু ১ মহাকাশে পাঠানো হয়েছে?
উঃ ১২ মে ২০১৮, শুক্রবার রাত ৩টা
২) বাংলাদেশে নিজস্ব স্যাটেলাইটের কততম দেশ?
উঃ ৫৭ তম
৩) বঙ্গবন্ধু ১ স্যাটেলাইটে ট্রান্সপন্ডার কয়টি?
উঃ ৪০ টি
৪) বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট মহাকাশে অবস্থান করবে?
উঃ ১১৯.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে
৫) বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট তৈরি প্রাথমিক কাজ শুরু হয় কত সালে?
উঃ ২০১২ সালে
৬) বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট তৈরির মূল কাজ শুরু হয় কত সালে?
উঃ ২০১৫ সালে
৭) বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট তৈরি করে ফ্রান্সের?
উঃ থ্যালেস অ্যালেনিয়া স্পেস কোম্পানি
৮) এটি তৈরিতে মোট খরচ হয়েছে কত?
উঃ ২ হাজার ৯৬৭ কোটি টাকা
৯) এটি যে রকেটে পাঠানো হয়ছে তার নাম কি?
উঃ ফ্যালকন ৯, ব্লক ৫
১০) যে প্রতিষ্ঠান এটি মহাকাশে পাঠায়?
উঃ মার্কিন মহাকাশ সংস্থা স্পেসএক্স
১১) এটির ওজন কত?
উঃ ৩ হাজার ৫০০ কেজি
১২) মেয়াদ কত?
উঃ ১৫ বছর
১৩) নিয়ন্ত্রন করবে কে?
উঃ থ্যালেস ও বিটিআরসি
১৪) ৪০ টি ট্রান্সপন্ডারের মোট ফ্রিকোয়েন্সি ক্ষমতা কত?
উঃ ১ হাজার ৬০০ মেগাহার্টজ
যার ২০টি বাংলাদেশের ব্যবহারের জন্য রাখা হবে। আর বাকি ২০টি ভাড়া দিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে।
১৫) বর্তমান কক্ষপথ ১৯.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশটি “ বাংলাদেশ সরকার কিনে নেয়?
উঃ ২১৯ কোটি টাকায়, ২০১৩ সালে, রাশিয়ার ইন্টারস্পুটনিক এর কাছ থেকে।
বঙ্গবন্ধু স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশন :
বঙ্গবন্ধু স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশন স্থাপন করা হয়েছে গাজীপুর জেলার জয়দেবপুর ও রাঙ্গামাটির বেতবুনিয়ায়। এর মধ্যে গাজীপুরের তেলীপাড়ায় টেলিযোগাযোগ স্টাফ কলেজ সংলগ্ন এলাকায় স্থাপিত বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রাইমারি গ্রাউন্ড স্টেশনটি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। এটিই মূল নিয়ন্ত্রণ কেন্দ্র হবে বঙ্গবন্ধু স্যাটেলাইটের। আর রাঙ্গামাটির গ্রাউন্ড স্টেশনটি গাজীপুরে স্থাপন করা গ্রাউন্ড স্টেশনের বিকল্প।
টেলিভিশন চ্যানেল ছাড়াও ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান, ভি-স্যাট ও বেতারসহ ৪০ ধরনের সেবা পাওয়া যাবে এ স্যাটেলাইটের মাধ্যমে।
পদ্মাসেতু নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নঃ
১) অফিসিয়াল নামঃ পদ্মা বহুমুখী সেতু
২) বাহকঃ যানবাহন, ট্রেন
৩) ক্রসঃ পদ্মা নদী
৪) স্থানঃ লৌহজং, মুন্সিগঞ্জ এর সাথে শরিয়তপুর ও মাদারীপুর
৫) অধিগ্রহণকৃত মোট জমির পরিমাণঃ ৯১৮ হেক্টর
৬) নকশাঃ AECOM
৭) উপাদানঃ কংক্রিট, স্টিল
8) মোট দৈর্ঘ্যঃ ৬,১৫০ মি (২০,১৮০ ফু)
৯) প্রস্থঃ ১৮.১০ মি (৫৯.৪ ফুট)
১০) পিলারঃ ৪২ টি ( নদীর ভেতরে ৪০ টি)
১১) প্রতিটি পিলারে পাইল সংখ্যাঃ ৬ টি
১২) মোট পাইলঃ ২৪০ ( ৪০*৬= ২৪০)
১৩) সেতুর আয়ুষ্কালঃ ১০০ বছর
১৪) নির্মানকারিঃ চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিঃ
১৫) মূল দ্বায়িত্বঃ সড়ক পরিবহন ওঃ সেতু মন্ত্রণালয়ের অধীন সেতু বিভাগ
১৬) কাজ তদারকিঃ কোরিয়ান এক্সপ্রেসওয়ে এবং বাংলাদেশ সেনাবাহিনী
১৭) নির্মাণ ব্যয়ঃ ২৮ হাজার ৭৯৩ কোটি টাকা (আনুমানিক)
১৮) বাজেট অর্থায়নঃ বাংলাদেশ সরকার
১৯) পদ্মাসেতু হলে প্রবৃদ্ধি বাড়বেঃ ১.২৩ শতাংশ
২০) নির্মান শুরুঃ ডিসেম্বর ৭,২০১৪
২১) নির্মান শেষঃ ২০২০( আনুমানিক)
বাংলাদেশের জাতীয় কিছু ব্যক্তিত্ব
সমাজ সেবক/সংস্কারক(Social Reformers )ঃ
১) আধুনিক ভারতের জনক কে?
ক)রাজা রামমোহন রায়√ খ) ঈশ্বরচন্দ্রবিদ্যাসাগর
গ) নবা আব্দুল লতিফ ঘ) সৈয়দ আমির আলী
২) বাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন কে?
ক)রাজা রামমোহন রায়√ খ) ঈশ্বরচন্দ্রবিদ্যাসাগর
গ) নবা আব্দুল লতিফ ঘ) সৈয়দ আমির আলী
৩) ফোর্ড উইলিয়াম কলেজের হেড-পন্ডিত ছিলেন?
ক)রাজা রামমোহন রায় খ) ঈশ্বরচন্দ্রবিদ্যাসাগর √
গ) নবা আব্দুল লতিফ ঘ) সৈয়দ আমির আলী
৪) নীল কমিশনগঠনে অগ্রণী ভূমিকা পালন করেনকে?
ক)রাজা রামমোহন রায় খ) ঈশ্বরচন্দ্রবিদ্যাসাগর
গ) নবা আব্দুল লতিফ√ ঘ) সৈয়দ আমির আলী
৫) সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত করেন কে?
ক)রাজা রামমোহন রায় খ) ঈশ্বরচন্দ্রবিদ্যাসাগর
গ) নবাব আব্দুল লতিফ ঘ) সৈয়দ আমির আলী√
রাজনৈতিক ব্যক্তিত্ব(Political persons) :
১) Bengal Today গ্রন্থের লেখক কে
ক)জিয়াউর রহমান খ) তাজউদ্দীন আহমদ
গ) বঙ্গবন্ধু ঘ) একে ফজলুল হক√
২) অবিভক্ত বাংলার ১ম মুখ্যমন্ত্রী কে ছিলেন?
ক)বঙ্গবন্ধু
খ) হোসেন মোহাম্মদ সোহরাওয়ার্দী
গ) মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
ঘ) একে ফজলুল হক√
৩) অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?
ক)বঙ্গবন্ধু
খ) হোসেন মোহাম্মদ সোহরাওয়ার্দী √
গ) মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
ঘ) একে ফজলুল হক
৪) ঐতিহাসিক লং মার্চের নেতৃত্ব দেন কে?
ক)বঙ্গবন্ধু
খ) হোসেন মোহাম্মদ সোহরাওয়ার্দী
গ) মাওলানা আবদুল হামিদ খান ভাসানী √
ঘ) একে ফজলুল হক
৫) কাগমারী সম্মেলন অনুষ্ঠিত কত সালে?
ক) ১৯৭৫ খ) ১৯৭৬ গ) ১৯৫৮ ঘ) ১৯৫৭√
শেখ মুজিবুর রহমান (সবচেয়ে গুরুত্বপূর্ণ)
৬) ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটির লেখকের নাম কী?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৭) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম কত সালে, কোথায়?
উত্তর: ১৯২০ সালের ১৭ মার্চ, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।
৮) বঙ্গবন্ধুর শিক্ষাজীবন শুরু হয় কোন স্কুলে?
উত্তর: গোপালগঞ্জের গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে।
৯) বঙ্গবন্ধু ম্যাট্রিক পাশ করেন কোন স্কুল থেকে, কত সালে?
উত্তর: গোপালগঞ্জ মিশনারি স্কুলে, ১৯৪২ সালে।
১০) বঙ্গবন্ধু কলকাতা ইসলামিয়া কলেজের বেকার হোষ্টেলের কত নম্বর কক্ষে থাকতেন?
উত্তর: ২৪ নম্বর কক্ষে।
১১) বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে অভিষিক্ত হন কীভাবে?
উত্তর: ১৯৪৪ সালে কুষ্টিয়ায় অনুষ্ঠিত নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগের সম্মেলনে যোগদানের মাধ্যমে।
১২) বঙ্গবন্ধু কত সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সহকারী নিযুক্ত হন?
উত্তর: ১৯৪৬ সালে।
১৩) বঙ্গবন্ধু বিএ পাশ করেন কত সালে, কোন কলেজ থেকে?
উত্তর: ১৯৪৭ সালে কলকাতা ইসলামিয়া কলেজ থেকে।
১৪) বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগের ছাত্র ছিলেন?
উত্তর: আইন বিভাগের।
১৫) বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কত সালে কেন বহিস্কৃত হন?
উত্তর: ১৯৪৯ সালে চতুর্থ শ্রেণির কর্মচারীদের আন্দোলনে সংহতি প্রকাশ করায় তাঁকে বহিস্কার করা হয়।
১৬) বঙ্গবন্ধু জীবনে প্রথম কারাভোগ করেন কত সালে?
উত্তর: ১৯৩৯ সালে। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি প্রতিবাদ সভা করার কারণে তাঁকে কারভোগ করতে হয়।
১৭) ১৯৪৯ সালের ২৩ জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা লাভ করলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেখানে কী পদ পান?
উত্তর: যুগ্ম সম্পাদক।
১৮) ১৯৫২ সালের কত তারিখে রাষ্ট্র ভাষা বাংলার দাবীতে বঙ্গবন্ধু কারাগারে অনশন শুরু করেন?
উত্তর: ১৪ ফেব্রুয়ারি।
১৯) যুক্তফ্রন্ট নির্বাচনে বঙ্গবন্ধু কোন আসনে বিজয়ী হন?
উত্তর: গোপালগঞ্জ আসনে।
২০) বঙ্গবন্ধু কোন মন্ত্রীসভায় সর্বকনিষ্ঠ মন্ত্রী ছিলেন?
উত্তর: ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট মন্ত্রীসভায়।
২১) ১৯৬৪ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে সম্মিলিত বিরোধী দল গঠন করা হয়। দলটির নাম কী?
উত্তর: কম্বাইন্ড অপজিশন পার্টি।
২২) বঙ্গবন্ধু মুজিব ছয়দফা ১ম কবে ঘোষনা করেন?
উত্তর: ৫ ফেব্রুয়ারি ১৯৬৬
২৩) আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে ৬ দফা গৃহীত হয় কত সালে?
উত্তর: ১৯৬৬ সালের ১৮ মার্চ।
২৪) বঙ্গবন্ধু শেখ মুজিব আনুষ্ঠানিকভাবে কবে ছয়দফা ঘোষনা করেন?
উত্তর: ২৩ মার্চ ১৯৬৬
২৫) কোন প্রস্তাবের ভিত্তিতে ছয়দফা রচিত হয়?
উত্তর: লাহোর প্রস্তাব
২৬) ছয়দফার প্রথম দফা কি ছিল?
উত্তর: স্বায়ত্বশাসন
২৭) ‘বাঙালি জাতির মুক্তির সনদ’ হিসেবে পরিচিত কোনটি?
উত্তর: ছয় দফা।
২৮) আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী ছিল কত জন? বঙ্গবন্ধু কততম আসামী ছিলেন?
উত্তর: ৩৫ জন। বঙ্গবন্ধু ছিলেন ১ নং আসামী।
২৯) আগরতলা ষড়যন্ত্র মামলা কী নামে দায়ের করা হয়েছিল?
উত্তর: রাষ্ট্রদ্রোহীতা বনাম শেখ মুজিব ও অন্যান্য।
৩০) শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয় কত সালে?
উত্তর: ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি।
৩১) শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি কে দেন?
উত্তর: তৎকালীন ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ।
৩২) কোথায় ‘বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়?
উত্তর: রেসকোর্স ময়দানে।
৩৩) বঙ্গবন্ধু পূর্ব বাংলাকে ‘বাংলাদেশ’ নামকরন করেন কত সালে?
উত্তর: ৫ ডিসেম্বর, ১৯৬৯ ।
৩৪) বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণ কোথায় দেন?
উত্তর: ঢাকার রেসকোর্স ময়দানে, যা এখন সোহরাওয়ার্দি উদ্যোন নামে পরিচিতি।
৩৫) বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণের মূল বক্তব্য কী ছিল?
উত্তর: এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
৩৬) বঙ্গবন্ধু কখন স্বাধীনতার ঘোষণা দেন?
উত্তর: ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাত অর্থাৎ ২৬ মার্চে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এরপরই পাকিস্তানি সেনাবাহিনী বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে।
৩৭) ১৯৭১ সালের ১৭ এপ্রিল গঠিত অস্থায়ী সরকারের বঙ্গবন্ধুর পদ কী ছিল?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদ ছিল রাষ্ট্রপতি।
৩৮) বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান কবে?
উত্তর: ১৯৭২ সালের ৮ জানুয়ারি।
৩৯) বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে ফেরেন কবে?
উত্তর: ১৯৭২ সালের ১০ জানুয়ারি, যা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস নামে পরিচিত।
৪০) বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন কত তারিখে?
উত্তর: ১৯৭২ সালের ১০ জানুয়ারি।
৪১) বঙ্গবন্ধু প্রথম নেতা হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলা ভাষায় বক্তৃতা দেন কত সালে, কত তারিখে?
উত্তর: ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর।
৪২) বঙ্গবন্ধু স্বপরিবারে নিহত হন কত তারিখে?
উত্তর: ১৯৭৫ সালের ১৫ আগষ্ট।
৪৩) বঙ্গবন্ধুর স্ত্রীর নাম কী?
উত্তর: শেখ ফজিলাতুন্নেসা মুজিব।
৪৪) বঙ্গবন্ধুর ছেলে–মেয়ে কত জন? তাদের নাম কী?
উত্তর: ৫ জন। তিন ছেলে দুই মেয়ে। শেখ হাসিনা, শেখ কামাল, শেখ রেহানা, শেখ জামাল ও শেখ রাসেল
৪৫) বঙ্গবন্ধু জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর: ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরে।
৪৬) “আমার কিছু কথা ‘’ বইটির লেখকের নাম কী?
ক)বঙ্গবন্ধু √
খ) হোসেন মোহাম্মদ সোহরাওয়ার্দী
গ) মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
ঘ) একে ফজলুল হক
শহীদ জিয়াউর রহমান
৪৭) বাংলাদেশে জাতীয়বাদের প্রবক্তা কে?
ক)বঙ্গবন্ধু
খ) শহীদ জিয়াউর রহমান √
গ) এ এইম এরশাদ
ঘ) মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
৪৮) সার্কের স্বপ্নদ্রষ্টা কে?
ক)বঙ্গবন্ধু
খ) শহীদ জিয়াউর রহমান √
গ) খন্দকার মোশতাক আহমদ
ঘ) মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
৪৯) শহীদ জিয়াউর রহমান এর জন্ম তারিখ কত?
ক) ১৯ জানুয়ারি ১৯৩৬√ খ) ১৯ জানুয়ারি ১৯৩৭
গ) ১৯ জানুয়ারি ১৯৩৫ গ) ১৯ জানুয়ারি ১৯৩৫
৫০) শহীদ জিয়াউর রহমান এর মৃত্যু তারিখ কত?
ক) ১৯ মে ১৯৮২ খ) ১৯ মে ১৯৮১√
গ) ১৯ মে ১৯৮৪ গ) ১৯ মে ১৯৮০
৫১। মুক্তিযুদ্ধে জেড ফোর্সের অধিনায়ক কে ছিলেন?
ক)বঙ্গবন্ধু
খ) শহীদ জিয়াউর রহমান √
গ) খন্দকার মোশতাক আহমদ
ঘ) একে রফিকুল ইসলাম
বেগম খালেদা জিয়া
৪৯। বেগম খালেদা জিয়া এর জন্ম তারিখ কত?
ক) ১৮আগস্ট,১৯৪৭ খ) ১৯ আগস্ট, ১৯৪৬
গ) ১৯ জানুয়ারি, ১৯৪৫ ঘ) ১৫ আগস্ট, ১৯৪৫√
৫০) বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে?
ক)শেখ হাসিনা
খ) বেগম খালেদা জিয়া √
গ) বেগম রওশন এরশাদ
ঘ) সাজেদা চৌধুরী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
৫১) শেখ হাসিনা এর জন্ম তারিখ কত?
ক) ১৮ সেপ্টেম্বর,১৯৪৭ খ)২৮ সেপ্টেম্বর, ১৯৪৭√
গ) ১৯ সেপ্টেম্বর, ১৯৪৫ ঘ) ২৫ সেপ্টেম্বর, ১৯৪৮
৫২) বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী Champion of the Earth Award লাভ করেন?
ক)শেখ হাসিনা √
খ) বেগম খালেদা জিয়া
গ) বেগম রওশন এরশাদ
ঘ) সাজেদা চৌধুরী
বিজ্ঞানিত্ব
৫৩) গাছের প্রাণের অস্তিত্ব আবিস্কার করেন কে?
ক) আব্দুল্লাহ আল মুতি শরফুদ্দীন
খ) ফজলুর রহমান খান
গ) প্রফুল্ল রায়
ঘ) জগদীশ চন্দ্র বসু√
৫৪) Tube in Tube এর স্থাপতি কে?
ক) আব্দুল্লাহ আল মুতি শরফুদ্দীন
খ) ফজলুর রহমান খান√
গ) প্রফুল্ল রায়
ঘ) জগদীশ চন্দ্র বসু
৫৫) সিয়ার্স টাওয়ার এর বর্তমান নাম কি?
ক) উইলিস টাওয়ার√ খ) tube in tube
গ) টুইন টাওয়ার ঘ)গ্রাউন্ড অব প্যালেজ
চিত্রশিল্প
৫৬) চারুকলা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন
ক) কামরুল হাসান
খ) এস এম সুলতান সুলতান
গ) শিপ্লাচার্য জয়নুল আবেদীন √
ঘ)ফজলুর রহমান খান
৫৭) ‘দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে’ ও’ নাইওর’ স্কেচটি চিত্রশিল্পী কে?
ক) কামরুল হাসান √
খ) এস এম সুলতান
গ) শিপ্লাচার্য জয়নুল আবেদীন
ঘ)ফজলুর রহমান খান
৫৮) ধানকাটা, চরদখল, হত্যাযজ্ঞ, শিশুস্বর্গ ও চারুপিঠ এবং নন্দন কানন প্রতিষ্ঠা করেন
ক) কামরুল হাসান
খ) এস এম সুলতান সুলতান √
গ) শিপ্লাচার্য জয়নুল আবেদীন
ঘ)ফজলুর রহমান খান
অর্থনীতিবীদ
৫৯) কাকে ‘The Mother Teresa of Economics’ বলাকে হয়?
ক) অমর্ত্য সেন√
খ) ড. জাহিদ হোসেন
গ) ড.মুহাম্মদ ইউনুস
ঘ)নুরুল ইসলাম
৬০) ‘ The Idea of Justice’, ‘Identity and Violence the illusion of desting ‘ গ্রন্থের লেখক?
ক) অমর্ত্য সেন√
খ) ড. জাহিদ হোসেন
গ) ড.মুহাম্মদ ইউনুস
ঘ)নুরুল ইসলাম
৬১) ‘Making of a Nation Bangladesh’ গ্রন্থের লেখক?
ক) অমর্ত্য সেন
খ) ড. জাহিদ হোসেন
গ) ড.মুহাম্মদ ইউনুস
ঘ) নুরুল ইসলাম √
৬২) বাংলা চলচ্চিত্রের জনক বলা হয় কাকে?
ক) ব্রজেন দাস
খ) ড. জাহিদ হোসেন
গ) হীরালাল সেন√
ঘ)নুরুল ইসলাম
গুরুত্বপূণ প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহ
১) বাংলা একাডেমি ১ম সভাপতি কে ছিলেন?
ক) ড. এনামুল হক
খ) মওলানা মোহাম্মদ আকরাম খাঁ√
গ) আজিজুল হক
ঘ) ড. মযহারুল ইসলাম
২) RDA কোথায় অবস্থিত?
ক) সাভার, ঢাকা খ) শেরপুর, বগুড়া √
গ) টঙ্গী,গাজীপুর ঘ) ফার্মগেট,ঢাকা
৩। বাংলাদেশের ১ম উপজাতি সাংস্কৃতিক ইনস্টিটিউট কোথায়?
ক) রাঙামাটি√ খ) বান্দরবান
গ) নরসিংদী ঘ) খাগড়াছড়ি
৪) জাতীয় মানবাধিকার কমিশন কবে প্রতিষ্ঠিত হয়?
ক)১ ডিসেম্বর ২০০৮√
খ) ১ ডিসেম্বর ২০০৯
গ)১ নভেম্বর ২০০৮
ঘ)১ ডিসেম্বর ২০১০
৫) BIWTA এর সদরদপ্তর-
ক) মতিঝিল, ঢাকা √ খ) বন্দর, নারায়ণগঞ্জ
গ) সদরঘাট, ঢাকা ঘ) শেরেবাংলা, ঢাকা
৬) IEDCR কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক) ১৯৭৬√ খ)১৯৭৭ গ) ১৯৭৮৷ ঘ) ১৯৭৫
৭) সিংহজানী কোর জেলার পূর্ব নাম?
ক) ফেনী খ) জামালপুর√ গ) ফরিদপুর গ) কুষ্টিয়া
৮) উত্তরবঙ্গের পূব নাম কি?
ক) বরেন্দ্রভূমি√ খ)পুন্ড্রবর্ধন
গ) উত্তরপ্রান্তিক ঘ) বরেন্দ্রনগর
৮) শালবন বিহারের স্রষ্টা-
ক) ভবদেব√ খ) ধর্মপাল গ) গুরু দয়াল ঘ)নরেন্দ্র পাল
৯) রামসাগর দিঘী কোন জেলায় অবস্থিত?
ক) রংপুর) খ) দিনাজপুর √ গ) নওগাঁ ঘ) রাজশাহী
১০) ঢাকার বিখ্যাত তারা মসজিদ নিমার্ণ করেন কে?
ক) শাস্তেয়া খান খ) মির্জা গোলাম পীর√
গ) মির্জা আহমেদ জান
ঘ) মীর মাসুদ
জাতীয় পুরস্কার
১) বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদকের নাম কি?
ক) একুশে পদক খ) স্বাধীনতা√ পদক
গ) সার্ক সাহিত্য পদক ঘ) বাংলা একাডেমি পুরস্কার
২) বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার কত সালে চালু হয়?
ক) ১৯৯০ খ) ১৯৯২√
গ) ১৯৯৩ ঘ) ১৯৯৪
৩) প্রথম বাংলাদেশী হিসেবে ম্যাগসেসে পুরস্কার পান কে?
ক) তাহেরুন্নেসা আহমেদ আব্দুল্লাহ√
খ) মোহাম্মদ ইয়াসিন
গ) ফজলে হাসান আবেদ
ঘ) ড. আনিসুজ্জামান
৪) সর্বশেষ (২০১৯) সার্ক সাহিত্য পদক কে পান?
ক) সেলিনা হোসেন
খ) মোহাম্মদ ইয়াসিন
গ) আজিজুল হক
ঘ) ড. আনিসুজ্জামান √
৫) ম্যাগসেস পুরস্কার দেওয়া হয় কোন দেশ থেকে?
ক) ফিনল্যান্ড খ) ফিলিপাইন √
গ) ভিয়েতনাম ঘ) ফ্রান্স
বাংলাদেশের চলচিত্র
১) মুক্তিযুদ্ধভিত্তিক ১ম চলচ্চিত্রের নাম কি?
ক) আবার তোরা মানুষ হো
খ) ওরা ১১ জন√
গ) গেরিলা
ঘ) চিএা নদীর পাড়ে
২) বাংলাদেশের চলচ্চিত্রের জনক কে?
ক) আবদুল জব্বার খান √খ) তারেক মাসুদ
গ) জহির রায়হান ঘ) খান আতাউর রহমান
৩) কাজী নজরুল ইসলাম পরিচালিত চলচ্চিত্রের নাম কি?
ক) ধূপছায়া √
খ) কুহেলিকা
গ) ধ্রুব
ঘ) আলেয়া
৪) গেরিলা চলচ্চিত্রের পরিচালক কে?
ক) নাসিরুদ্দিন ইউসুফ √ খ) তারেক মাসুদ
গ) জহির রায়হান ঘ) তানভীর মোকাম্মেল
৫) রানওয়ে চলচ্চিত্রের পরিচালক কে?
ক) নাসিরুদ্দিন ইউসুফ খ) তারেক মাসুদ √
গ) জহির রায়হান ঘ) তানভীর মোকাম্মেল
⇐গণমাধ্যম সংশ্লিষ্ট বিষয়⇔
১) বাসস কত সালে প্রতিষ্ঠিত হয়
ক) ১ জানুয়ারি, ১৯৯২ খ) ২ জানুয়ারি, ১৯৭২
ক) ১ জানুয়ারি, ১৯৭২√ খ) ১ জানুয়ারি, ১৯৭১
২) বাংলাদেশ বেতারে প্রচারিত ১ম নাটকের নাম কি?
ক) কাঠঠোকরা√ খ) মুখ ও মুখোশ
গ) পদ্মবর্তী…… ঘ) কবর
৩) The News week কোন দেশের পএিকা?
ক) USA√ খ) UK গ) France ঘ) রাশিয়া
৪) Doel পাখি ছাড়া কিসের নাম?
ক) মোবাইল খ) লেপটপ √গ) মরিচ ঘ) আম
৫) প্রথম community Radio এর নাম কি?
ক) পদ্মা√ খ) টুডে গ) ধ্বনি ঘ) কালার
বাংলাদেশের খেলাধুলা
১) বাংলাদেশে T20 cricket এ সর্বপ্রথম কোন দেশের সাথে জয়লাভ কে?
ক) ওয়েস্ট ইন্ডিজ√ খ) দ.আফ্রিকা
গ) জিম্বাবুয়ের ঘ) পাকিস্তান
২) বাংলাদেশের পক্ষে ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত ইনিংসের মালিক কে?
ক) মুশফিকুর রহমান খ) তামিম ইকবাল
গ) লিটন কুমার দাস√ ঘ) সাকিব আল হাসান
৩) বাংলাদেশ এ পর্যন্ত কয়টি টেস্ট ম্যাচ জিতেছে?
ক) ১৩ খ) ১৫ গ) ১৪√ ঘ) ১২
৪) বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়
ক) ১৯৯৩ খ) ১৯৯৫ গ) ১৯৯৮ ঘ) ১১৯৯৯√
৫) বাংলাদেশে ফুটবল দলের বর্তমান অধিনায়ক কে?
ক) জামাল ভূইয়া √খ) মামুন হোসেন
গ) বিপ্লব ভট্টাচার্য ঘ) এ্যামিলি
৬) বাংলাদেশের ১মত মহিলা রেফারি কে
ক) জয় চাকমা খ) জয়া চাকমা√
গ) সাবিনা খাতুন ঘ) মাসুরা পারভীন
শিক্ষা ও চাকুরি পরীক্ষার ফলাফল, বিভিন্ন পরীক্ষার ফলাফল , পরীক্ষার সময়সূচি নিয়োগ পরীক্ষার সময়সূচি ও মৌখিক পরীক্ষার সময়সূচি, ব্যবহারিক পরীক্ষার সময়, পাবলিক পরীক্ষার ফলাফল, পাবলিক পরীক্ষার সময়সূচি , এবং বিভিন্ন পরীক্ষার প্রস্তুতিমূলক তথ্য ও প্রশ্নোত্তর পর্ব জানতে নিয়মিত নীলপাতা ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ
বিঃদ্রঃ এখানে কোন প্রশ্নোত্তর যদি আপনারা ভুল দেখতে পান তাহলে ক্ষমার দৃষ্টি দেখবেন। কারণ মানুষের ভুল হতে পারে। তাই বলে অন্যকে ভুল বুঝা যাবে না।