৬ষ্ঠ থেকে ৯ম শ্রেনীর এ্যাসাইনমেন্ট নবম সপ্তাহের
উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর ২৩/০৬/২০২১ খ্রি: তারিখের ২৭.০২.০০০০.১০৬.২৭.০০১.২০-৭৮৮ নং স্নারকে জারীকৃত পত্র অণুসরণপূর্বক এ্যাসাইনমেন্ট বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এ ছাড়া নিম্নোক্ত ছক মোতাবেক ৩া০/০৬/২০২১ খ্রি: তারিখের মধ্যে সংগ্রহ করে আঞ্চলিক উপারিচারকগণ সংরক্ষণপূর্বক মাউশি অধিদপ্তর- কে অবহতি করবেন। ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেনীর এ্যাসাইনমেন্ট নবম সপ্তাহের
শিক্ষাপতিষ্ঠানের প্রধানদের কতৃক নির্দেশনা
(ক) শিক্ষা প্রতিষ্ঠানের নাম, EIIN ও ঠিকানা: ই-মেইল নং- মোবাইল নং-
(খ) ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণী মোট শিক্ষার্থীর সংখ্যা ( শ্রেণি ভিত্তিক)
(গ) সপ্তাহের এ্যাসাইনমেন্ট গ্রহণকারী শিক্ষর্থীর মোট সংখ্যা
(ঘ) সপ্তাহের এ্যাসাইনমেন্ট জমাদানকারী শিক্ষার্থীর মোট সংখ্যা
(ঙ) সপ্তাহের এ্যাসাইনমেন্ট জমাদান করেনি এমন শিক্ষার্থীর মোট সংখ্যা
৬ষ্ঠ থেকে ৯ম শ্রেনীর এ্যাসাইনমেন্ট নবম সপ্তাহের
এমতাবস্থায়, ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির নবম সপ্তাহের এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ সকল শিক্ষার্থীর প্রদান ও গ্রহণের ক্ষেত্রে যথাযথ স্বস্থবিধি অনুসরণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ঠ সকলকে নির্দেশক্রমে অণুরোধ করা হল।
সংযুক্ত: এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ( নবম সপ্তাহের জন্য )
বিতরণ
১। উপপরিচালক (সকল ), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, সকল অঞ্চল
২। জেলা শিক্ষা অফিসার, সকল জেলা
৩। উপজেলা/ থানা মাধ্যমিক শিক্ষা অফিসার, সকল উপজেলা/থানা
৪। অধ্যক্ষ/ প্রধান শিক্ষক …………………………………………….
অণুলিপি ও সদয় জ্ঞাতার্থে ( জ্যেষ্ঠতার ক্রমণুসারে নয় )
১। সচিব, শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ, বাংলাদেশ সচিবালয় ঢাকা
২। জেলা প্রশাসক, সকল জেলা
৩। সিনিয়র সিস্টেম এনালিস্ট, ইএমআইএস সেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ ঢাকা
৪। উপজেলা নির্বাহী অফিসার, সকল উপজেলা
৫। মহাপরিচালক মহোদয়ের ব্যাক্তিগত সহকারী, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা
৬। সংরক্ষণ নথি