৭০ পদে গ্রামীন কল্যাণ এ বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
গ্রামীণ কল্যাণের স্বাস্থ্য কর্মসূচীতে (দেশের বিভিন্ন এলাকায় ইউনিয়ন পর্যায়ে অবস্থিত স্বাস্থ্য কেন্দ্র) কাজ করার জন্য নিম্নোক্ত পদে জরুরী ভিত্তিতে নিয়ােগের উদ্দেশ্যে দরখাস্ত আহবান করা হচ্ছে । ১.০ আঞ্চলিক ব্যবস্থাপক (পদের সংখ্যা-১০) ও স্বীকৃত বিশ্ববিদ্যালয় https://services.nidw.gov.bd/
থেকে MBA/MA/Msc/MSS-এ ডিগ্রী প্রাপ্ত হতে হবে এবং স্বাস্থ্য কর্মসূচী/মাইক্রোক্রেডিট/যে কোন স্বনামধন্য প্রতিষ্ঠানে বা NGO-তে প্রকল্প ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে কমপক্ষে ৯ বছরের চাকুরীর অভিজ্ঞতা থাকতে হবে। ডাক্তার (পদের সংখ্যা-২০) ও স্বীকৃত মেডিকেল কলেজ থেকে |
এম,বি,বি,এস পাশ (ইন্টার্ণশীপ সমাপ্ত) এবং বি,এম,ডি,সি-র রেজিষ্ট্রেশনপ্রাপ্ত হতে হবে। আস্ট্রাসনােগ্রাফীর উপর কোর্স। সম্পন্ন/ডিপ্লোমাধারীদের অগ্রাধিকার দেয়া হবে। মেডিকেল এ্যাসিসটেন্ট (পদের সংখ্যা-২০) ও রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ থেকে ডিপ্লোমা (ডিএমএফ) প্রাপ্ত এবং বি,এম,ডি,সি-র রেজিষ্ট্রেশন
৭০ পদে গ্রামীন কল্যাণ এ বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
থাকতে হবে। ৪.০ ল্যাবঃ টেকননালজিষ্ট (পদের সংখ্যা-২০) ও রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ
থেকে ডিপ্লোমা প্রাপ্ত হতে হবে। আগ্রহী প্রার্থীদেরকে জীবন বৃত্তান্ত, ছবি, জাতীয় পরিচয়পত্র/জাতীয়তা এবং শিক্ষাগত যােগ্যতা
থেকে ডিপ্লোমা প্রাপ্ত হতে হবে। আগ্রহী প্রার্থীদেরকে জীবন বৃত্তান্ত, ছবি, জাতীয় পরিচয়পত্র/জাতীয়তা এবং শিক্ষাগত যােগ্যতা (কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযােগ্য হবে না) ও অভিভজ্ঞতার সনদপত্র সমূহের সত্যায়িত কপিসহ নিম্নোক্ত ঠিকানায় ডাকযােগে/সরাসরি ৩০/১১/২০২১ তারিখের মধ্যে আবেদন করতে হবে। বেতন ভাতাদি গ্রামীণ কল্যাণের প্রচলিত নিয়মানুযায়ী প্রদান করা হবে।
শুধুমাত্র বাছাইকৃত(Short-listed) প্রার্থীদেরকে ইন্টারভিউ-তে আমন্ত্রণ জানানাে হবে। গ্রামীণ কল্যাণ কর্তৃপক্ষ এই নিয়ােগ বিজ্ঞপ্তি বাতিল বা প্রার্থীদের কাউকে নিয়ােগ প্রদান করা বা না-করার ক্ষেত্রে যে-কোনাে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংরক্ষণ রাখেন।
সাের্সঃ দৈনিক প্রথম আলাে প্রকাশঃ ১২ নভেম্বর ২০২১
বিভাগ প্রধান, মানব সম্পদ বিভাগ ৮ গ্রামীণ কল্যাণ, গ্রামীণ টেলিকম ভবন (৫ম তলা)
৫৩/১ বক্সনগর, চিড়িয়াখানা রােড, মিরপুর-১, ঢাকা-১২১৬।
৭০ পদে গ্রামীন কল্যাণ এ বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ