৭৬৫ পদে স্বাস্থ্য অধিদপ্তর এ নিয়োগ বিজ্ঞপ্তি 2022
আউটসাের্সিং (Outsourcing) প্রক্রিয়ার মাধ্যমে কিছু সংখ্যক জনবল নিয়ােগ দেওয়ার লক্ষ্যে বিজ্ঞপ্তি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের আওতায় স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স এন্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস” শীর্ষক প্রকল্পের আওতায় সরাসরি নিয়ােগযােগ্য ৭৬৫ (সাতশত পঁয়ষট্টি) টি পদে আউট সাের্সিং প্রক্রিয়ার অংশের মধ্যে সেবা গ্রহণ নীতিমালা-২০১৮” মােতাবেক নিম্নোক্ত পদসমূহে শুধুমাত্র প্রকল্প চলাকালীন সময়ের মেয়াদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়ােগ করা হবে।
নিয়োগ বিজ্ঞপ্তি ও নিয়োগকরণ প্রক্রিয়ার ক্যাটাগরিঃ সম্পন্ন অস্থায়ী ও আউটসোসিং পদ্বতিত্বে
নিয়োগকৃত প্রতিষ্ঠানের নামঃ স্বাস্থ্য মন্ত্রাণলয়ের অধীনস্থ বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তর
পদের নাম ও যোগ্যতাঃ ক্যটাগরি ভিত্তিক বিভিন্ন পদ
সবমোট পদ সংখ্যাঃ ৭৬৫ টি
অনলাইন প্রক্রিয়ায় আবেদন ফি ৫০০/- টাকা
আবেদন শুরুঃ ৩০ জুন ২০২২
আবেদনের লিংকঃ http://dghserpp.teletalk.com.bd
আবেদনের শেষ তারিখঃ ২১ জুলাই ২০২২
৭৬৫ পদে স্বাস্থ্য অধিদপ্তর এ নিয়োগ বিজ্ঞপ্তি 2022
নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে
১. ২১.০৭.২২ খ্রি. তারিখে প্রার্থীর বয়স নির্ধারিত সীমার মধ্যে (১৮-৬০ বছর) থাকতে হবে। ২. সরকারী/আধাসরকারী/স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। ৩. অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী: ক) পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি http://dghserpp.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
সরাসরি অথবা ডাকযােগে কোন আবেদন গ্রহন করা হবে না। আবেদনের সময়সীমা নিম্নরূপঃ i)অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ৩০ জুন ২০২২ ইং সকাল ১০.০০ টা। ii) অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২১ জুলাই ২০১২ ইং বিকাল ০৫.০০ টা। iii) উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র জমাদানের সময় থেকে পরবর্তী ৭২ (বাহত্তর) ঘন্টার মধ্যে
৭৬৫ পদে স্বাস্থ্য অধিদপ্তর এ নিয়োগ বিজ্ঞপ্তি 2022
এসএমএস-এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন। খ) অনলাইনে আবেদন পত্র প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০*প্রস্থ ৩০০ Pixel) এবং স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০*প্রস্থ ৮০ Pixel) স্ক্যান করে
নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ 60KB এর মধ্যে হতে হবে। গ) অনলাইনে আবেদন পত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদন করার পূর্বেই পূরণকৃত