৮ম শ্রেনী পাসে এমপিওভুক্ত প্রতিষ্ঠানে চাকুরি
আবশ্যকঃ অশ্ব দিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, ডাকঘরঃ হাজীপুর, উপজেলাঃ লাকসাম, জেলাঃ কুমিল্লা এর জন্য সরকারী বিধি মােতাবেক শূন্যপদে একজন সহকারি প্রধান শিক্ষক, ইংরেজী (৯ম-১০ম শ্রেণিতে পাঠদানে পারদর্শী), একজন অফিস সহায়ক, একজন পরিচ্ছন্নতাকর্মী এবং একজন আয়া (জেএসসি/জেডিসি/সমমান, বয়স অনুর্ধ্ব ৩৫ বছর) আবশ্যক। প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের পনের দিনের মধ্যে ছবি, কাগজপত্রসহ প্রধান শিক্ষক বরাবর আবেদন করুন। সহকারি প্রধান শিক্ষক পদে পূর্বে আবেদনকারীদের আবেদন করার প্রয়ােজন নেই। প্রধান শিক্ষক-০১৭০৩-৯২৪ ২৩৬
স্কুলঅব রােবটিক্স ,কুমিল্লারাজবাড়ি কম্পাউন্ড, রাজগঞ্জ আদর্শসদর, কুমিল্লা নিয়ােগবিজ্ঞপ্তি
জেলাপ্রশাসন, কুমিল্লা এর সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত বাংলাদেশের প্রথম দক্ষতা উন্নয়ন ভিত্তিক প্রতিষ্ঠান স্কুল অবরােবটিক্স, কুমিল্লা এর জন্য নিম্নলিখিত পদে নিয়ােগের নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকগণের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম ও বিষয় । পদের বয়স আবেদনের শর্তাবলি বেতন স্কেলসংব খন্ডকালীন শিক্ষক
১। গনিত, পদার্থ বিজ্ঞান,তথ্য ও যােগাযােগ প্রযুক্তি, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অথবাসংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি। ক) বেসিক কম্পিউটিং ..
৮ম শ্রেনী পাসে এমপিওভুক্ত প্রতিষ্ঠানে চাকুরি
২। শিক্ষা জীবনের কোন স্তরে ৩য় বিভাগ/শ্রেণিগ্রহণযােগ্য নয়। ৭০৮ টি | অনুর্ধ্ব-৩০৩। বাস্তবজ্ঞানসম্পন্ন বা বিশেষ যােগ্যতাসম্পন্ন বা সংশ্লিষ্ট খ) রােবটিক্সবিষয়ে অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যােগ্যতার শর্ত গ) প্রােগ্রামিংশিথিলযােগ্য।
৪। প্রােগ্রামিং, রােবটিক্স ও ফ্রিল্যান্সিং বিষয়ে বাস্তব জ্ঞান ঘ) ফ্রিল্যান্সিং সম্পন্নদের অগ্রাধিকার প্রদান করা হবে।
১। আবেদনপত্রে নিম্নোক্ত তথ্যাদি সন্নিবেশ করতে হবেঃ (ক) নাম (খ) পিতা/স্বামীর নাম (গ) মাতার নাম (ঘ) জন্ম তারিখ (৩১/০৭/২০২২ খ্রিস্টাব্দ তারিখে বয়স) (ঙ) স্থায়ী ঠিকানা (চ) বর্তমান ঠিকানা (ছ) শিক্ষাগত যােগ্যতা (জ) জাতীয়তা (ঝ) ধর্ম (ঞ) মােবাইল নম্বর (ট) ০৩ (তিন) কপি পাসপাের্ট সাইজের রঙিন ছবি (ঠ) সকল শিক্ষাগত যােগ্যতার সনদের কপি (ড) জাতীয় পরিচয়পত্রের অনুলিপি (ঢ) অভিজ্ঞতা সনদ (যদি থাকে) (ণ) খামের উপর পদের নাম ও বিষয়
৮ম শ্রেনী পাসে এমপিওভুক্ত প্রতিষ্ঠানে চাকুরি
উল্লেখসহআবেদনপত্রের সাথে নিজ ঠিকানা ও ১০ টাকার ডাক টিকেট সম্বলিত ১টি ফেরত খাম (ত) অধ্যক্ষ, স্কুল অব রােবটিক্স, কুমিল্লা এর অনুকুলে শিক্ষক পদে ৫০০/- (পাঁচশত) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সহ স্বাক্ষরযুক্ত লিখিত আবেদনপত্র আগামী ৩১/০৭/২০২২ খ্রিস্টাব্দ তারিখ বিকাল ৫:০০ টার মধ্যে নিম্নস্বাক্ষরকারীর নিকট পৌছাতে হবে। ২। অসম্পূর্ণ আবেদন অথবা নির্ধারিত তারিখ ও সময়ের পরে প্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে। ৩। নিয়ােগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গৃহীত হবে।