৮৩ পদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় (mowca) এ নিয়োগ বিজ্ঞপ্তি 2022
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন ইউনিসেফ সাহায্যপুষ্ট “Accelerating Protection for Children (APC) প্রকল্পের শূন্য পদে সম্পূর্ন অস্থায়ী ভিত্তিতে নিয়ােগের নিমিত্ত বাংলাদেশী নাগরিকগণের নিকট হতে নিম্নলিখিত শর্তে অনলাইনে (Online) apc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
অন্যান্য শর্তাবলী
১. আবেদনকারীর কোটা সংক্রান্ত বিষয়ে সর্বশেষ সরকারি সিদ্ধান্ত প্রযােজ্য হবে।
২. ক্রমিক ২ এ উল্লেখিত পদে বীর মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যা এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর। শিক্ষাগত যােগ্যতারসনদ ও জাতীয় পরিচয় পত্রের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেফিট গ্রহণযােগ্য নয়।
৩. প্রত্যেক চাকুরি প্রার্থীর শিক্ষাগত যােগ্যতার ক্ষেত্রে যে কোনাে পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণি অথবা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযােগ্য হবে না।
৮৩ পদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় (mowca) এ নিয়োগ বিজ্ঞপ্তি 2022
৪. নির্ধারিত সময়ের পর কোন আবেদন এবং অসম্পূর্ণক্রটিপূর্ণ আবেদন সফটওয়ার কর্তৃক গৃহীত হবে না। প্রতিষ্ঠানঃ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় (mowca) এর অধীনে Accelerating Protection for Children (APC) Project
পদের নামঃ ক্যাটাগরি বিত্তিক বিভিন্ন পদ
সর্ব মোট পদ সংখ্যাঃ ৮৬টি
ব্যাংক ড্রাফট বা আবেদন ফীঃ ১১২/- টাকা
অনলাইন প্রক্রিয়ায় আবেদন শুরুর তারিখঃ ১১ এপ্রিল ২০২২
Appy Now Click Here Now
http://apc.teletalk.com.bd/apply.php
আবেদনের শেষ তারিখঃ ৩০ এপ্রিল ২০২২
পদবীগুলো নিম্নে উল্লেখ করা হলোঃ
হার্মফুল প্র্যাকটিসেস কো-অর্ডিনেটর (Harmful Practices Program Coordinator)
প্রােগ্রাম মাসিক বেতন (সাকুল্যে) টাকা ৭০,০০০.০০ মাত্র
চাইল্ড রাইটস ফ্যাসিলিটেটর(Child Rights Facilitator)
মাসিক বেতন (সাকুল্যে) টাকা ৩৫,০০০,০০মাত্র
ফ্রিলড্রেন এন্ড অ্যাডােলেসেন্ট ক্লাব অর্গানাইজার (Children Adolescent Club Organizer)
মাসিক বেতন। (সাকুল্যে) টাকা ১৫,০০০,০০ মাত্র
বিজ্ঞপ্তি দেখুন এবং pdf ডাউনলোড করুন