2020-2021 প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমে শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন, বিষয়ভিত্তিক দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ
2020-2021 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমে প্রথম মেধাতালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন, বিষয়ভিত্তিক দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তিক চূড়ান্ত ভর্তি নিশ্চায়নঃ সম্পর্কিত জরুরী বিজ্ঞপ্তি।
জাতীয় বিশ্ববিদ্যালয় 2020 21 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমে প্রথম মেধা তালিকাসহ শিক্ষার্থীদের বিশেষ পরিবর্তন ও বিষয়টি দ্বিতীয় মেধা তালিকা 19 সেপ্টেম্বর 2021 তারিখে বিকাল 4ট প্রকাশ করা হবে। উক্ত ফলাফল এসএমএস( nu<space<athn<space<roll no)টাইপ করে16222 নাম্বারে সেন্ড করতে হবে। এর মাধ্যমে একই দিন বিকাল4ট থেকে এবং ভর্তি বিষয়ক ওয়েবসাইট http://app42.nu.edu.bd/nu-web/applicantLogin.action?degreeName=Honoursরাত 9 টা থেকে পাওয়া যাবে।
উল্লেখ্য যে দ্বিতীয় মেধা তালিকা চাকদহ ভর্তিচ্ছু শিক্ষার্থী 2019-2020 শিক্ষাবর্ষে কোন শিক্ষা প্রতিষ্ঠানে কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই 26 সেপ্টেম্বর 2021 তারিখের মধ্যে পূর্বদেশীয় বর্ষের ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে।
2020-2021 প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমে শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন, বিষয়ভিত্তিক দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ
2020-2021 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর দ্বিতীয় মেধা তালিকা ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
1) মেধা তালিকা ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে যাদের বিষয় পরিবর্তন হবে তাদের ভর্তি পরিবর্তিত বিষয়ে ভর্তি ফরম অনলাইন থেকে ডাউনলোড করে এবং প্রিন্ট করে পিডিএফ কপি সংরক্ষণে তারিখ 19-09-2021 থেকে 26-9-2021কোনো শিক্ষার্থীর বিষয় পরিবর্তন হলে তার পূর্বের বিষয়ে বাতিল হয়ে যাবে এবং পরবর্তীতে তার ভর্তি নিশ্চিত হবে। তবে কোনো শিক্ষার্থীর বিষয় পরিবর্তন না হলে তার পূর্ববর্তী বহাল থাকবে। APPLY NOW
ক)বিষয় পরিবর্তনের ভর্তি করা সংশ্লিষ্ট কলেজ কর্তিক অনলাইনে নিশ্চয়ই করতে হবে না
খ)পরিবর্তনের ক্ষেত্রে শিক্ষার্থীকে কোন ফি প্রদান করতে হবে না।
2) দ্বিতীয় মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফরম পূরণের তারিখ19-09-2021 থেকে 26-9-2021পর্যন্ত।
শিক্ষার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions)Applicant Login অপশন Honours login লিংকে সঠিক রোল নাম্বার ও পিন নাম্বার এন্ট্রি দিয়ে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে আনফ্রেন্ড করে সংরক্ষণ করতে হবে।
3) দ্বিতীয় মেধা তালিকায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কলেজে কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দেওয়ার শেষ তারিখ 20-09-2021 থেকে 27-9-2021পর্যন্ত।
2020-2021 প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমে শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন, বিষয়ভিত্তিক দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ
4) কলেজ তৃতীয় মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত নিশ্চায়নের তারিখ 20-09-2021 থেকে 28-9-2021পর্যন্ত।
কলেজ কর্তৃপক্ষকে 2020 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমে দ্বিতীয় মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার সনদপত্র নম্বরপত্র অনুযায়ী ভর্তি নিশ্চিতকরতে হবে।কোনো শিক্ষার্থীর ভর্তি ফরমের প্রদর্শিত তত্ত্ব ছবিতে অসমর্থিত বা গরমিল পরীক্ষিত হলে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে শিক্ষার্থীর ভর্তি নিচ্ছে না করে বিষয়টি লিখিতভাবে ডিল স্কুল বরাবর জানাতে হবে ।
5)কলেজের দ্বিতীয় মেধা তালিকা ভর্তিকৃত শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত রেজিস্ট্রেশন ফ্রি জোন প্রতিষ্ঠায় স্বদেশী টাকা হারে যেকোন সোনালী ব্যাংক শাখা তারিখ অ্যাডমিশন ইনফর্মেশন অপশনে ক্লিক করে ফেসিলিটি 2020-2021 উল্লেখ করে মোট টাকা থাকবে এবং সোনার ব্যাংকের যে কোন শাখা জমা দিয়ে রশিদ এর কপি এ সংগ্রহ করতে হবে