2021 আলিম পরীক্ষার ফরম পূরণ শুরু ১২ আগস্ট
২০২১সালের আলিম পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের ফরম পূরণ সময়সূচি আগামী ১২ আগস্ট থেকে অনলাইনের মাধ্যমে শুরু হতে যাচ্ছে বলে জানা গেছে। ১১ আগস্ট মাদ্রাসা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা প্রকাশ করা হবে। ২৫ আগস্ট ২০২১ পর্যন্ত অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে ফরম পূরণ চলবে। তারই সঙ্গে আগামী ৩০ আগস্টের ২০২১মধ্যে আলিম পরীক্ষার্থীদের ফরম পূরণের ফি সোনালী ব্যাংক ও বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল ব্যাংকিং সার্ভিসের মাধ্যমে জমা দিতে হবে। এবারের আলিমের টেস্ট/ নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
আজ বুধবার (৪ আগস্ট) এসব তথ্য জানিয়ে আলিম পরীক্ষায় অংশগ্রহনকারী পরীক্ষার্থীদের ফরম পূরণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।শিক্ষাে বোর্ড আরো বলছে, যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে ঘরে বসে অনলাইনের মাধ্যমে আলিম পরীক্ষার্থীদের ফরম পূরণ ও ফি জমা দিতে হবে। কোন অবস্থাতেই পরীক্ষার্থীরা বা তার অভিভাবককে শিক্ষা প্রতিষ্ঠানে স্ব-শরীরে আসতে বলা যাবে না। প্রয়োজনে মোবাইলে ফোন করে শিক্ষাথদের ফরম পূরণের বিষয় জানাতে হবে।
2021 আলিম পরীক্ষার ফরম পূরণ শুরু ১২ আগস্ট
বোর্ড আরও বলছে, আলিম পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে না। এ সংক্রান্ত কোন প্রকার ফি আদায় করা যাবে না। কেবল বৈধ রেজিস্ট্রেশনকারী শিক্ষার্থীরা আলিম পরীক্ষার ফরম পূরণ করতে পারবেন। নিয়মিত, অনিয়মিত, আংশিক,, শুধু আবশ্যিক বিষয়ে ফেল করা, প্রাইভেট পরীক্ষার্থী, জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী সবাইকেই ফরম পূরণ করতে হবে।
শিক্ষা বোর্ড আর বলেছে যে, আগামী ১১ আগস্ট সম্ভাব্য আলিম পরীক্ষার্থীদের তালিকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ১২ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত আলিম পরীক্ষার্থীরা অনলাইনে ফরম পূরণ করতে পারবেন। ফরম পূরণের SMS পাওয়ার পর ৩০ আগস্টের মধ্যে শিক্ষার্থীদের ফি জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষার্থী বা তার অভিভাবক এই বছর সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট পদ্ধতির মাধ্যমে ঘরে বসেই ফরম পূরণের বোর্ড ফি, কেন্দ্র ফি ও প্রতিষ্ঠানের অন্যান্য পাওনা পরিশোধ করবেন। ফি পরিশোধের বিস্তারিত প্রক্রিয়া নির্দেশিকা বোর্ডের ওয়েবসাইটে দেওয়া থাকবে। শিক্ষার্থীরা সোনালী ব্যাংক বা মোবাইল ব্যাংকিং সার্ভিসের বিকাশ, নগদ, রকেট, শিউর ক্যাশ বা উপায়ের মধ্যেমে পরিশোধ করতে পারবেন।
আলিম পরীক্ষার ফি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে পত্র প্রতি ১০০ টাকা করে, ব্যবহারিকের ফি বাবদ পত্র প্রতি ৫ টাকা, একাডেমিক ট্রান্সক্রিপ্টের ফি বাবদ পরীক্ষার্থী প্রতি ৫০ টাকা মূল সনদ বাবদ শিক্ষার্থী প্রতি ১০০ টাকা, বয়েজ স্কাউট ও গার্লস গাইড ফি বাবদ ১৫ টাকা এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ফি বাবদ পরীক্ষার্থী প্রতি ৫ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে।

আরোও বলা হয়েছে যে, অনিয়মিত পরীক্ষার্থীর ক্ষেত্রে ১০০ টাকা রিটেনশন ফি দিয়ে ফরম পূরণ করতে হবে। এছাড়া জিপিএ উন্নয়ন ও প্রাইভেট পরীক্ষার্থীদেরও ১০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। অনিয়মিত পরীক্ষার্থীদের ১০০ টাকা সনদ ফি দিতে হবে। আলিম পরীক্ষার কেন্দ্র ফি বাবদ প্রতি পরীক্ষার্থীকে ৩০০ টাকা ও ব্যবহারিক পরীক্ষার ব্যবস্থাপনার জন্য পত্র প্রতি ৫ টাকা ফি দিতে হবে পরীক্ষার্থীদের। http://www.bmeb.gov.bd/