2021-2022 শিক্ষাবর্ষে ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি
অনার্স ভর্তি : রেজাল্ট বিকাল- ৪ টায়।
এস এমএস যে ভাবে করবেন NU ATHN Admission Roll লিখে 16222 নম্বরে।
উদাহারণসহ কিছু তথ্য-: NU ATHN 7063897 লিখে ১৬২২২ নম্বরে মেসেজ করবেন। {(চার্জ প্রযোজ্য)]
- ফিরতি মেসেজে আপনি কোন সাবজেক্টে চান্স পেয়েছেন জানিয়ে দিবে, আর না পেলে sorry not assigned any subject যাতীয় কিছু লেখা থাকবে।
- যাদের আজ চান্স হবে না তারা ২য় মেরিটের জন্য অপেক্ষা করবেন (১ম মেরিট ভর্তি শেষে এটি দিবে)
- আর যারা চান্স পাবেন তারা ২ হতে ১২ তারিখের মধ্যে কলেজে ভর্তি হবেন।
- কলেজে ভর্তি অনলাইন নাকি শ্বশরীরে তা জানতে কলেজ ওয়েবসাইট বা কলেজেই যোগাযোগ করুন।
- ভর্তি ফি সাধারণত সরকারি কলেজে ৩ হতে ৬ হাজারের মধ্যে হবে, আর বেসরকারিতে ৫ হতে ২৫ হাজার হতে পারে যা কলেজ ভেদে ভিন্ন।
- এখন ভর্তির আগে আপনাদের একটা কাজ করতে হবে তা হলো এডমিশন ওয়েবসাইটে যেয়ে applicant login করে নিজের এডমিশন ফরমটা প্রিন্ট নেয়া যার একটি কলেজ কপি , অন্যটি স্টুডেন্ট কপি।
2021-2022 শিক্ষাবর্ষে ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি
- আর কলেজে ভর্তি হতে লাগে এসএসসি ও এইচএসসির মূল ট্রান্সক্রিপ্ট ও এর ফটোকপি।
৪/৫ কপি ছবি, এ ছাড়াও কলেজ যা যা চাইবে দিতে হবে। - এখন অনেকের আবার সাবজেক্ট পছন্দ না হতে পারে, সে জন্য এডমিশন ফরম প্রিন্ট করার আগে যে তথ্যছক পূরণ করতে হবে সেখানে প্রশ্ন করবে would u like to change ur assigned subject?
সেখানে yes সিলেক্ট করতে পারেন। (নমুনা ফটোতে) - আর একবার এটি skip করে গেলে সয়শোধনের আর নিয়ম নাই।
মাইগ্রেসন বিষয়ে বিস্তারিত :
- #টপিক
#মাইগ্রেশন
2021-2022 শিক্ষাবর্ষে ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি
→ যে সকল শিক্ষার্থী প্রথম ও ২য় মেধা তালিকায় সুযোগ পায় তাদের জন্য প্রযোজ্য।
→ পছন্দের বিষয়/ সাবজেক্টে চান্স না পেলে মাইগ্রেশনের সুযোগ রয়েছে।
→ ছবির চুড়ান্ত এডমিশন ফরম ডাউনলোড কালে অনলাইনেই আপনার মাইগ্রেশনের জন্য আবেদন করতে হবে।
→ চুড়ান্ত এডমিশন ফরম চান্স পাবার পর অনলাইন থেকে পূরন করে প্রিন্ট করতে হয়।
→ মাইগ্রেশনের জন্য ছবির মত করে yes সিলেক্ট করতো হবে।
→ মাইগ্রেশনের রেজাল্ট দেয়া হয় ২য় মেরিট লিষ্ট প্রকাশের দিন।
→ ভর্তি না হলে মাইগ্রেশন কার্যকর হয় না।
→ নিচের ছবির মত মাইগ্রেশন কেবল সামনের দিকে যাবে।
→ আসন খালী থাকা সাপেক্ষে মাইগ্রেশন সাকসেস হবে।
2021-2022 শিক্ষাবর্ষে ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি
→ মাইগ্রেশনে সামনের সাবজেক্ট হতে যে কোন একটি দেয়া হতে পারে। আপনি ভাবলেন অর্থনীতি! কিন্তু হয়তো পাববেন ইংরেজি।
→ আপনি মেরিট লিষ্টে পেলেন সমাজবিজ্ঞান, যা ৩ নম্বর চয়েজ, পড়তে চান বাংলা, যা চয়েজ ৪ নম্বরে! তা পাবেন না।
→ প্রথম চয়েজের সাবজেক্ট পেলে আর মাইগ্রেশন করা যাবে না।
→ মাইগ্রেসন সাকসেস হলে পূর্বের ভর্তি বাতিল হয়ে যাবে।
→ মাইগ্রেশন সাকসেস না হলে যেটি পেয়েছেন তাই পড়তে হবে।