নিয়োগ বিজ্ঞপ্তি-2020
১৪০টি পদে দূর্যোগ ব্যবস্থাপনা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের স্বারক নং ৫১.০০.০০০০.৪১০.১১.০০৩.২০.৩০২, তারিখ ১৩-১২-২০২০ খ্রি: মোতাবেক দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত ৩য় শ্রেনীর শূন্য পদ অস্থায়ী ভিত্তিতে পূরনের লক্ষ্যে বাংলাদেশী প্রকৃত নাগরিকদের কাছ থেকে নিম্মোক্ত শর্তে ( Online) এ আবেদনের আহব্বান করা হচ্ছে।
নিয়োগকৃত প্রতিষ্ঠানের নাম: দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর
নিয়োগের ধরণ: অস্থায়ী , দরখাস্তের ধরণ: সম্পূন্ন অনলাইন ভিত্তিক
আবেদন কারীর ধরণ: প্রকৃত বাংলাদেশী নাগরিক, পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ১৪০টি
বেতনে স্কেল: ৯৩০০- ২২৪৯০/- ( জাতীয় বেতন স্কেল ২০১৫ মোতাবেক) , পে-কোড-: ১৬
শিক্ষাগত যোগ্যতা বিস্তারিত উল্লেখ করা হলো বিজ্ঞপ্তি অনুসারে:
ক) কোন স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
খ) কম্পিউটার ব্যবহারে নিম্নলিখিত দক্ষতা থাকতে হবে।
i) প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজীতে ২০ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষর/ টাইপের গতি থাকতে হবে।
ii) কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন লিংক:
এখান থেকেই আবেদন করুন
আবেদনের সময়সীমা:
i) Online -এ মাধ্যমে সঠিকভাবে ফরম পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ : ৩০-১২-২০২০খ্রি:
সকাল ১০ ঘটিকায় হতে।
ii) Online এ আবেদনের জমাদানের শেষ তারিখ ও সময়: ৩০-০১-২০২১খ্রি: বিকাল ৫টা পর্যন্ত।
iii) উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online এ আবেদন Submit এর সময় থেকে
পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে যেকোন টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে এসএমএস এর মাধ্যমে
পরীক্ষার ফি জমা দিতে পারবেন।